ই-পেপার | শুক্রবার , ২৬ এপ্রিল, ২০২৪
×

আইপিএল: দুর্দান্ত জয়ে প্লে-অফের দৌঁড়ে টিকে রইলো ব্যাঙ্গালুরু ও কোলকাতা

দুর্দান্ত জয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে-অফের দৌঁড়ে টিকে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুুরু ও কোলকাতা নাইট রাইডার্স। গতরাতে আইপিএলের ৬১তম ম্যাচে কোলকাতা ৬ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংসকে। টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৪ রানের সংগ্রহ পায় চেন্নাই। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন শিবম দুবে। তার ৩৪ বলের অনবদ্য ইনিংসে ১টি চার ও ৩টি ছক্কা ছিলো। কোলকাতার বরুন চক্রবর্তী ও সুনীল নারাইন ২টি করে উইকেট নেন।

জবাবে ৩৩ রানে ৩ উইকেট হারালেও অধিনায়ক নীতিশ রানা ও রিঙ্কু সিংয়ের জোড়া হাফ-সেঞ্চুরিতে জয়ের স্বাদ পায় কোলকাতা। ৬টি চার ও ১টি ছক্কায় ৪৪ বলে অপরাজিত ৫৭ রান করেন রানা। ৪৩ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৫৪ রান করেন রিঙ্কু। এই জয়ে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে কোলকাতা। সমানসংখ্যক ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে চেন্নাই।

দিনের প্রথম ম্যাচে বোলারদের বিধ্বংসী বোলিংয়ে ব্যাঙ্গালুরু ১১২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে রাজস্থান রয়্যালসকে। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৭১ রান করে ব্যাঙ্গালুরু। জবাবে ১০ দশমিক ৩ ওভারে ৫৯ রানে গুটিয়ে যায় রাজস্থান। আইপিএলের ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন দলীয় রান এটি। আসরে ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে ব্যাঙ্গালুরু। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে নেমে গেছে রাজস্থান।