ই-পেপার | শুক্রবার , ২৬ এপ্রিল, ২০২৪
×

সৌদি আরবে বাস দুর্ঘটনায় নিহতদের মাঝে মহেশখালীর ২ জন

সৌদি আরবে ওমরাহ পালন করতে খামিস থেকে পবিত্র মক্কা নগরী যাওয়ার পথে হজযাত্রীদের বহনকারী বাস একটি ব্রীজের সাথে ধাক্কা লেগে উল্টে আগুন ধরে গেলে মহেশখালীর ২ জনসহ প্রায় ২০ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। মহেশখালী ২ জন হজযাত্রী হলেন বড় মহেশখালী ইউনিয়নের পশ্চিম ফকিরাঘোনা এলাকার আহমদ উল্লাহ’র পুত্র মোহাম্মদ আসিফ ও বড় ডেইল এলাকার নুরুল ইসলাম’র পুত্র মোঃ শেফায়েত।

সৌদি আরবের আসির প্রদেশ ও আবহা শহরের সংযোগ সড়কে গত সোমবার (২৭ মার্চ) এ দুর্ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, এ পর্যন্ত দুর্ঘটনায় নিহতের সংখ্যা মহেশখালীর ২ জন সহ প্রায় ২০ জনে দাঁড়িয়েছে। এছাড়াও আহতের সংখ্যা প্রায় ২৯ জন বলে জানা গেছে। হতাহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা বিভিন্ন দেশের বলে ঐ সংবাদ মাধ্যমে বলা হয়েছে।