ই-পেপার | মঙ্গলবার , ১৯ মার্চ, ২০২৪
×

কবি মাহবুবুল আলম আর নেই

জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘরের অন্যতম শাখা মৈত্রী খেলাঘর আসরের সভাপতি ও খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটি সহ-সভাপতি কবিতায় কথা মালা রেখে যাই, রোড টু মিরসরাই, এসো দেশ কে ভালোবাসি, সপ্ত রূপের মলাট, শেষ বিকেলের রোদ, হাসিবন্দড়স সহ আরও বেশ কয়েকটি বইরের লেখক ও কবি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম সাবু (৭৩) গত ২৫ জানুয়ারি দুপুর ১ টায় জিইসি মোড়স্থ মেট্টোপলিটন হাসপাতালে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি ৪ কন্যা, জামাতা ও নাতি-নাতনী সহ হাজারো গুনগ্রাহী ভুক্ত ও পাঠক রেখে যান। বাদ এশা আকবর শাহ্ থানাধীন শহীদ লেইন নতুন রাস্তার মোড়ে মরহুমের নামাজের জানাযা শেষে শহীদ লেইন কবরস্থানে দাপন করা হয়। মরহুমের মৃত্যুতে খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী রূপক চৌধুরী, অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য দিলিপ দাশ, কপোত খেলাঘর আসর সভাপতি ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক শেখ ফয়জুর রব মুন্না, মৈত্রী খেলাঘর আসর সহসভাপতি মোঃ মিজানুর রহমান ও মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক আয়শা আক্তার নাজু, খেলাঘর মহানগরী কমিটির সহ সভাপতি কবি আশিষ সেন, সহ সাধারণ সম্পাদক সদস্য মোরশেদুল আলম, সম্পাদক মন্ডলীর মনোয়ারা জাহান মনি,ইস্কান্দর আলী,সাবেকুন নাহার ঝর্ণা, রুবেল দাশ প্রিন্স প্রমুখ।