ই-পেপার | শুক্রবার , ৩ মে, ২০২৪
×

৫ লাখ ৩৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে চসিক

৫ লাখ ৩৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ট্যাবলেট খাওয়াবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ। রোববারের (১৮ জুন) এ কার্যক্রমে ৬-১১ মাস বয়সী ৮১ হাজার শিশুকে নীল রঙের একটি এবং ১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ৫৫ হাজার শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ট্যাবলেট খাওয়ানো হবে। নগরীর ১২৮৮টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা এই কর্মসূচি পালিত হবে।

এ উপলক্ষে আজ সকালে সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতাল মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমাম হোসেন রান।

উপস্থিত ছিলেন-জাতীয় পুষ্টি সেবা, জনসাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. মঞ্জুর আল মোরশেদ চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের জুনিয়র ক্লিনিশিয়ান ডা, মারাদ খান, ডা. হাসান মামুন চৌধুরী, ডা. সুমন তালুকদার, ডা. জুয়েল মহাজন, ডা. রফিকুল ইসলাম, তপন কুমার চর্কবর্তী, জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ প্রমুখ।