ই-পেপার | শুক্রবার , ২৯ মার্চ, ২০২৪
×

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সহযোগিতায় আমরি হসপিটালস্ লিমিটেড এর উদ্যোগে স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সহযোগিতায় আমরি হসপিটালস্ লিমিটেড এর উদ্যোগে Health Literacy Program on Recent Advancement বিষয়ক সেমিনার ২৭ নভেম্বর ২০২২ তারিখ বিকাল ৪.০০ ঘটিকায় উইম্যান চেম্বারের সেমিনার হলে অনুষ্ঠিত হয়। সেমিনারে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ডা. মুনাল মাহবুব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট ইনচার্জ এবং সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরি গ্রুপ অব হসপিটালস্ এর চীফ মার্কেটিং অফিসার প্রকাশ নায়ার। সেমিনারে When does your Heart needs care শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ডিপার্টমেন্ট অব কার্ডিওলজি’র সিনিয়র কনসালটেন্ট ডা. অরিজিৎ ঘোষ এবং ডিটার্পমেন্ট অব এ্যাবস্টেকরিক এন্ড গাইনোকোলজি বিষয়ক সিনিয়র কনসালটেন্ট ডা. সানসিলা তালুকদার Prevention of Obstetric Emergencies & Early detection of female genital Cancers শীর্ষক প্রবন্ধ নিয়ে আলোকপাত করেন এবং উপস্থিত নারী উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রযুক্তির উন্নয়নের ফলে চিকিৎসা ব্যবস্থাও বিপুল সমৃদ্ধ ও সহজ হয়েছে। এই ধরনের অনুষ্ঠান আয়োজনের ফলে সাধারণ মানুষ ও রোগীরা আধুনিক চিকিৎসা ব্যবস্থান নতুন নতুন উদ্ভাবনী সম্পর্কে জানতে পারছে। তিনি সেমিনার আয়োজনের জন্য আমরি হস্পিটাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। বিশেষ অতিথির বক্তব্যে প্রকাশ নায়ার চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্র এর সকল সদস্যদের জন্য হ্রাসকৃত হারে চিকিৎসার সুযোগের কথা উল্লেখ করে বলেন, আমরা ভারত বর্ষের বেশ কয়েকটি রাজ্যে আমাদের স্বাস্থ্যসেবা কার্যকৃম পরিচলনা করে থাকি। আপনারা আমরি হসপিটাল এর যে কোন শাখা থেকে যে কোন স্বাস্থ্যসেবা গ্রহন করতে পারবেন। নারীর স্বাস্থ্যসচেতনতার কথা উল্লেখ করে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও এফবিসিসিআই এর পরিচালক ডা. মুনাল মাহবুব বলেন, নারীরা সংসার-সমাজ ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁদের সুস্বাস্থ্য ও স্বাস্থ্য বিষয়ক তথ্য জানা থাকা অত্যন্ত জুরুরী। অনুষ্ঠান শেষে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালকবৃন্দের জন্য আমরি হস্পিটাল এর পক্ষ থেকে প্রিভিলেজ কাড প্রদান করা হয়।