ই-পেপার | শুক্রবার , ৩ মে, ২০২৪
×

বিধ্বংসী হার্টলির ৭ উইকেট, হেরে গেলো ভারত

ক্রীড়া রিপোর্টার ::

দুপুরে ওয়েস্ট ইন্ডিজ পেসার শামার জোসেফের ৭ উইকেটের কাছে অবিশ্বাস্যভাবে হেরেছিল অস্ট্রেলিয়া। বিকেলে ঠিক একই কাজ করলেন ইংল্যান্ডের টম হার্টলি। হায়দরাবাদে এই ইংলিশ স্পিনারের বিধ্বংসী রূপ দেখলো ভারত। শামার জোসেফের মতোই ৭ উইকেট নিলেন তিনি।

জয়ের জন্য ২৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টম হার্টলির ঘূর্ণিজালে জড়িয়ে রোহিত শর্মার দল অল‌আউট হলো ২০২ রানে। এখানেও অবিশ্বাস্যভাবে জিতে গেলো ইংল্যান্ড। গৌরবময় অনিশ্চয়তার ক্রিকেট এক‌ই দিনে স্বাক্ষী হলো আর‌ও দুটি রোমাঞ্চকর বিজয়ের।

হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৪৬ রানের জবাবে ব্যাট করতে পাহাড়সম ৪২০ রান করে ভারত। ১৯০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ১৬৩ রান তুলতেই ৫ উইকেট নেই ইংল্যান্ডের। তখন মনে হয়েছিল ভারতকে হয়তো লড়াই করার মতো লক্ষ্যও দিতে পারবে না ইংল্যান্ড।কিন্তু পিচে যে সেট হয়ে আছেন অলি পোপ! তিনি যেন ভারতীয় বোলারদের সামনে অপ্রতিরোধ্য দালান হয়ে দাঁড়ালেন। দেখে শুনে ব্যাট করেই যাচ্ছেন। তার ১৯৬ রানের দুর্দান্ত ইনিংসের উপর ভর করে ৪২০ রান করে ইংল্যান্ড।