ই-পেপার | বুধবার , ২৪ এপ্রিল, ২০২৪
×

টি-২০,ইংল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্বান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক জশ বাটলার। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় মঙ্গলবার (১৪ মার্চ) দুপুর ৩টায়।

প্রথম দুই ম্যাচ জিতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ইতোমধ্যে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে দু’টি পরিবর্তন এনেছে বাংলাদেশ।

নাসুম আহমেদের পরিবর্তে একাদশে সুযোগ হয়েছে স্পিনার তানভীর ইসলামের। এই ম্যাচ দিয়েই অভিষেক হচ্ছে বাঁ-হাতি স্পিনার তানভীরের। আফিফ হোসেনের পরিবর্তে একাদশে ফিরেছেন শামীম হোসেন। অন্য দিকে অপরিবর্তিত একাদশ নিয়েই সফরের শেষ ম্যাচ খেলতে নেমেছে ইংল্যান্ড।

বাংলাদেশ একাদশ :

  • সাকিব আল হাসান (অধিনায়ক),
  • রনি তালুকদার,
  • নাজমুল হোসেন শান্ত,
  • লিটন দাস,
  • তৌহিদ হৃদয়,
  • শামীম হোসেন,
  • মেহেদি হাসান মিরাজ,
  • তাসকিন আহমেদ, তানভীর ইসলাম,
  • হাসান মাহমুদ
  • ও মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ :

  • জশ বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক),
  • ফিল সল্ট,
  • ডেভিড মালান,
  • বেন ডাকেট,
  • মঈন আলি,
  • স্যাম কারান,
  • আদিল রশিদ,
  • ক্রিস ওকস,
  • ক্রিস জর্ডান,
  • জোফরা আর্চার
  • ও রেহান আহমেদ।