ই-পেপার | বৃহস্পতিবার , ২ মে, ২০২৪
×

আবার আনোয়ারায় শুরু হয়েছে ক্ষমতাধরদের ইয়াবা বাণিজ্য

আনোয়ারা প্রতিনিধি ::
বাংলাদেশে এখন পাড়া মহল্লায় ছড়িয়ে পড়েছে ইয়াবার মতো মাদক। মাদক নির্মূল অভিযানের পরও এখনো ধরা পড়ছে কোটি টাকার ইয়াবা। এক সময় বিশেষ বিশেষ স্পটে পাওয়া যেতো এই ইয়াবা। কিন্তু এখন সব এলাকার মধ্যেই পাওয়া যায়। গ্রামে গঞ্জেও এটি ছড়িয়ে পড়েছে।
গত ১৬ জানুয়ারি মঙ্গলবার রাতে আনোয়ারা থানাধীন বটতলী শাহ্ মোহসেন আওলিয়া মাজার এর পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশি করে ২ কোটি টাকার ইয়াবা উদ্ধারসহ মাদক সম্রাট চান মিয়া এবং বাপ্পীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ । মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে। ক্ষমতাসীনদের পরিচয়ে এক শ্রেণির মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিনের ব্যবসা আবার শুরু করেছে। আনোয়ারার কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ী এর সাথে জড়িত বলে দাবী করছেন এলাকাবাসী । সম্প্রতি ব আদ্যাক্ষরে সাংবাদিক নামধারী স আদ্যাক্ষরে তাদের এক চাচাত ভাইকেও গ্রেফতার করেছিল রেব। সাগর পাড়ের তাদের বাড়ির আশেপাশের যাতায়াতের রুটটিই ব্যবহৃত হয় ইয়াবা পাচারে। জনসাধারণের অভিমত সমাজ থেকে যদি ইয়াবার মত ভয়াবহ মাদক বন্ধ করা না যায় তাহলে সামাজিক ভারসাম্য বিনষ্ট হতে বাধ্য । এইসব মাদকের করাল গ্রাসে যুব সমাজ আজ শৃংখলাহীন, দিশেহারা। ইয়াবায় আসক্তরা খুন, ধর্ষণ, রাহাজানির সাথে জড়িত হয়ে পড়ছে, বাড়ছে বিশৃংখলা। অতিষ্ঠ আনোয়ারাবাসী এ ব্যাপারে সরকারের জোড় হস্তক্ষেপ কামনা করেছেন।