ই-পেপার | শুক্রবার , ৩ মে, ২০২৪
×

চট্টগ্রাম লেডিস ক্লাবে ৩ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

কাব্যগ্রন্থ নিয়ে আলোচনা করছেন (চবি) বাংলা বিভাগের প্রফেসর ডক্টর নুরুল আমিন

‘চট্টগ্রাম লেখিকা সংঘ’ আয়োজিত তিন কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব ( ১৬ সেপ্টেম্বর) শনিবার, বিকাল ৩টা ৩০ মিনিটে চট্টগ্রাম লেডিস ক্লাবে অনুষ্ঠিত হয়।

গবেষক, প্রাবন্ধিক ও চট্টগ্রাম লেখিকা সংঘের সভাপতি ডক্টর আনোয়ারা আলম সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে সম্মানিত আলোচক ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ডক্টর নুরুল আমিন,
কবি, সম্পাদক ও গবেষক মনিরুল মনির ও লেখক,সাংবাদিক ও উপস্থাপক কোহিনুর শাকি।

লেখক মর্জিনা আকতার এর পরিচালনায় সব্যসাচী লেখক, কবি ফরিদা ফরহাদ এর কবিতায় হাঁটাহাঁটি নিয়ে জ্ঞানগর্ভ আলোচনায় করেন প্রফেসর ডক্টর নুরুল আমিন, কবি ও কথাসাহিত্যিক মেহেরুননেসা রশিদ-এর করোনায় শতকাব্য নিয়ে নাতিদীর্ঘ আলোচনায় অংশ নেন, কবি কোহিনুর শাকি ও কবি মেহের আফরোজ হাসিনার ভাবনা আমার পাখনা মেলে কবিতাগ্রন্থের ওপর বিশদ আলোচনা করেন কবি মনিরুল মনির।