ই-পেপার | শুক্রবার , ৩ মে, ২০২৪
×

সংগীতে এ আর রহমানের ৩ দশক

সংগীত ক্যারিয়ারের ৩০ বছর পূর্ণ করেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীত পরিচালক এ আর রহমান। ১৯৯২ সালে ‘রোজা’- চলচ্চিত্রের মাধ্যমে তাকে সুরের জগতে প্রবেশ করিয়েছেন গুণী নির্মাতা মণি রত্নম। এরপর একে একে ভারতের কালজয়ী সব চলচ্চিত্রে নিজের সুরের জাদু দেখিয়েছেন তিনি। সুদীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য পুরস্কারের পাশাপাশি জিতেছেন অস্কারও। তিন দশক ধরে চলতে থাকা ক্যারিয়ারে তিনি ভারতীয় সংগীতে নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করেছেন। ভারতের বিভিন্ন ভাষার বহু চলচ্চিত্রের সাফল্যের পেছনে অসীম অবদানের জন্য এ আর রহমান সর্বদাই প্রশংসিত। প্রখ্যাত এই সংগীত পরিচালকের এমন মাইলফলক উদ্‌যাপন করতে পিভিআর আইনক্স সিনেমা গায়কের নামে একটি চলচ্চিত্র উৎসব চালু করেছে।

গতকাল শুরু হওয়া ‘এপিআর ফিল্ম ফেস্টিভ্যাল’ নামক এই চলচ্চিত্র উৎসবটি ৯ই আগস্ট পর্যন্ত চেন্নাই এবং কোয়েম্বাটোরে প্রদর্শিত হবে। এদিকে নিজের এই মাইলফলকে এ আর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীদের উদ্দেশ্যে একটি আবেগপ্রবণ নোট লিখেছেন। নোটে লিখেন, প্রেমের ৩০ বছর উদ্‌যাপন করছি! সকলের কাছ থেকে যে অবিশ্বাস্য ভালোবাসা এবং সমর্থন পেয়েছি তার জন্য কৃতজ্ঞ। আপনাদের উদারতা এবং উষ্ণতা এই যাত্রা জুড়ে আমার হৃদয় স্পর্শ করেছে।এখানে একসঙ্গে কাটানো অনেক বছরের লালিত স্মৃতি রয়েছে।