ই-পেপার | শুক্রবার , ৩ মে, ২০২৪
×

কালপুরুষ নাট্য সম্প্রদায়ের ‘ইতি প্রীতিলতা’

শুভ্রা বিশ্বাস রচিত ও নির্দেশিত কালপুরুষ নাট্য সম্প্রদায়ের নাটক ‘ইতি প্রীতিলতা’ ২০ জুলাই (বৃহস্পতিবার),সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির মূল মঞ্চে প্রদর্শিত হয়। বাঙালির সুদীর্ঘ মুক্তি সংগ্রামের ইতিহাসে প্রীতিলতা ওয়াদ্দেদার একটি অবিস্মরণীয় নাম।

তিনি সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। সেই যুদ্ধ পরশাসন ও স্বৈরশাসন থেকে মুক্তির যুদ্ধ, সেই যুদ্ধ স্বদেশ স্বাধীনতার যুদ্ধ। আত্মত্যাগের মন্ত্রে দীক্ষিত এমন মেয়ে জন্মেছিল বাঙালির ঘরে। চট্টগ্রামে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে যুক্ত হয়ে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণের নেতৃত্ব দিয়ে শহীদ হয়েছেন। অসীম সাহসী এই নারীর জীবন–কাহিনি মাঝে তুলে ধরা হয়েছে এই নাটকে।

নাটকটিতে অভিনয় করেন শুভ্রা বিশ্বাস, আফরোজা নীরু, প্রবীর পাল, কুমার নটরাজ, কাউসার মজুমদার, পাভেল চৌধুরী, নাজনীন হক, রবিন বিশ্বাস, তাপস চক্রবর্তী, আবুল হাশেম খান ও শান্তা। আলোক প্রক্ষেপণ তরুণ বিশ্বাস, মঞ্চসজ্জা শুভ্রা বিশ্বাস, আবহ কাউসার এবং কোরিওগ্রাফি প্রবীর পাল।