ই-পেপার | বৃহস্পতিবার , ২ মে, ২০২৪
×

ইমাম হোসাইনের আত্মত্যাগ যুগে যুগে সত্য ও ন্যায়ের পক্ষে প্রেরণা যোগাবে-মফিজুর রহমান

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, বিশ্ব মুসলিম মিল্লাতের জন্য হিজরী বর্ষের প্রথম মাস ‘মহ্ধসঢ়;রম’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারবালায় সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য হজরত ইমাম হোসাইন (রা.) জীবন দিয়ে সর্বোচ্চ স্বীকারের দৃষ্টান্ত স্থাপন করেছেন। আখেরী নবীর উম্মতদের জন্য হৃদয়বিদারক মর্মস্পর্শী এরকম ঘটনা অভাবনীয়, অসহনীয় ও অকল্পনীয়।

ইতোপূর্বে যত ঘটনা ঘটে গেছে এ দিনে সব কিছু ছাড়িয়ে সর্বোচ্চ ধাপে উন্নীত হয়েছে শোহাদায়ে কারবালার ঘটনা। ১০ মহররম শাহাদাতে
কারবালা দিবস ঈমানী অস্তিত্বের রক্ষক ও মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস। ইমাম হোসাইনের আত্মত্যাগ যুগে যুগে সত্য ও ন্যায়ের পক্ষে প্রেরণা যোগাবে। তিনি আরো বলেন, ইসলামের সত্য প্রতিষ্ঠার জন্য প্রত্যেক মুসলমানকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত
থাকতে হবে। গত ২২ জুলাই ২০২৩ (শনিবার) বিকেলে, মাদ্রাসা প্রাঙ্গণে গাউসিয়া তৈয়্যাবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা ও গাউসিয়া কমিটি বাংলাদেশ খাগরিয়া ইউনিয়ন শাখা আয়োজিত পবিত্র শোহদায়ে কারবালা মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গাউসিয়া তৈয়্যাবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার সভাপতি মুহাম্মদ আখতারুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত শোহদায়ে কারবালা মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার প্রভাষক হযরতুল আল্লামা আলহাজ¦
মো: ইউনুছ রেজভী, বিশেষ অতিথি ছিলেন, গাউছিয়া কমিটি সাতকানিয়া উপজেলা শাখার সভাপতি ছৈয়্যদ মুহাম্মদ মনছুরুল রহমান, হাবিবুর রহমান হাবিব। বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলার গাউছিয়া কমিটির নেতৃবৃন্দ।