
বাঁশখালীতে ছরা থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলনের অপরাধে মাটি ও বালু উত্তোলনে ব্যবহৃত ১টি স্ক্যাভেটর জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার পৌরসভা ৪ নং ওয়ার্ড এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় ওই এলাকার ছরা থেকে অবৈধ ভাবে মাটি ও বালু উত্তোলনের অপরাধে মাটি কাটা ও বালু উত্তোলনে ব্যবহৃত একটি স্কেভেটর জব্দ করা হয়।জব্দকৃত স্কেভেটর স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এর জিম্মায় দেওয়া হয়।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান জানান,অভিযানের বিষয়টি টের পেয়ে মাটি ও বালু উত্তোলনকারীরা পালিয়ে গেলেও মাটি ও বালু উত্তোলনে ব্যবহৃত একটি স্কেভেটর জব্দ করা হয়েছে।জব্দকৃত স্কেভেটর স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের জিম্মায় দেওয়া হয়েছে।