ই-পেপার | শুক্রবার , ৩ মে, ২০২৪
×

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তান্ডবে লন্ডভন্ড সেন্টমার্টিন

কক্সবাজারের টেকনাফে আঘাত হেনেছে বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় “সিত্রাং’। সেই সাথে ভয়াল জলোচ্ছাসের ছোবল অব্যাহত আছে।

ঘূর্ণিঝড়-জলোচ্ছাসের দুর্যোগের কবলে টেকনাফ মেরিন ড্রাইভে লণ্ডভণ্ড দশা। চলাচল দুর্ভোগ চরমে। যে কোন মুহুর্ত্বে মেরিন ড্রাইভ সড়ক বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

গতকাল সন্ধ্যায় ঝড়-জলোচ্ছাসের অগ্রভাগ আঘাত হানতে শুরু করে। মাঝরাতে মূল ঘূর্ণিঝড়টি আঘাত হানে। ‘সিত্রাং গতিবেগ ঘণ্টায় উঠে ঘণ্টায় ৮৮ থেকে সর্বোচ্চ ১০৫ কিলোমিটারে। “সিত্রাং’ ঘণ্টায় ২১ থেকে ৩৩ কি.মি. অর্থাৎ দ্রুত গতিতে বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসলেও টেকনাফের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্য রাতে ঘূর্ণিঝড় সিত্রাং এর তান্ডবে সেন্টমার্টিন, সাবরাং,শাহপরীদ্বীপ জালিয়া পাড়া, টেকনাফ পৌরসভার ২,৭,৮,৯ নং ওয়ার্ড ঝড়-জলোচ্ছাসে ডুবে গেছে। অনেক ঘরবাড়ী, লোকালয়, আমন ধানসহ ফসলি জমিরও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও জলোচ্ছাসের ছোবলে ক্ষয়ক্ষতির মাত্রাও ব্যাপক। এসকল ক্ষয়ক্ষতির কারণে টেকনাফ উপজেলায় জরাজীর্ণ বেড়িবাঁধ আরও ভেঙেচুরে যেতে পারে।

এর ফলে উপকূলে জনবসতি, ফল-ফসলের ক্ষয়ক্ষতিরও ব্যাপক মাত্রায় ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল মধ্যরাত থেকে টেকনাফ উপজেলার বিভিন্ন গ্রামে জলোচ্ছ্বাসের ছোবল শুরু হলে।