ই-পেপার | শুক্রবার , ২৬ এপ্রিল, ২০২৪
×

জনপ্রিয়তায় কেন এগিয়ে দক্ষিণী চলচ্চিত্র?

বলিউড বা হিন্দি চলচ্চিত্রকে পেছনে ফেলে ইদানিং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দক্ষিণী তামিল, তেলেগু ও কানাড়া ভাষায় নির্মিত চলচ্চিত্রগুলো। দক্ষিণী এসব চলচ্চিত্রগুলো দর্শকদের কাছে জনপ্রিয়  হয়ে ওঠার পেছনে নানাবিধ কারণ রয়েছে।

গত ২ বছরের সাফল্য ও দর্শক উন্মাদনা থেকে এটা আঁচ করাই যাচ্ছে। দর্শকদের চাহিদার মূলে রয়েছে এখন দক্ষিনি সিনেমা। উত্তর ভারতের বিশাল ব্যানার বলিউড সিনেমার জায়গা কি তাহলে দখল করে নিচ্ছে  দক্ষিনি সিনেমা?

২০১৭ সালের মে মাসের শুরুর দিককার কথা? মুখে মুখে ঘুরছিল আমরেন্দ্র বাহুবালি, কাটাপ্পা, ভাল্লালদেভ এর মত নাম। বাহুবালি ২ নিয়ে তৈরি হয়েছিল চরম উত্তেজনা।