ই-পেপার | শুক্রবার , ৩ মে, ২০২৪
×

টেকনাফ সীমান্ত পরিদর্শনে কোস্টগার্ডের মহাপরিচালক

কক্সবাজার প্রতিনিধি :

মিয়ানমারের রাখাইনে সংঘাতময় পরিস্থিতিতে বাংলাদেশের জলসীমায় টহল জোরদারের পাশাপাশি সীমান্তের নিরাপত্তায় কোস্টগার্ডের সদস্যরা সতর্ক রয়েছেন বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী।  

রোববার (২১ এপ্রিল) সকালে কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিন দ্বীপের জলসীমা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

কোস্টগার্ডের মহাপরিচালক বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে কোস্টগার্ডের জনবল ও জলযান বাড়ানো হয়েছে। রাখাইনে সংঘাত-সংঘর্ষ বাংলাদেশের জন্য কোনো হুমকি নয় বলেও জানান তিনি।

মীর এরশাদ আলী বলেন, রাখাইনে চলমান সংঘাতের কারণে গোলাগুলি, সংঘর্ষ ও বিস্ফোরণের শব্দ এপারে আসছে। এ কারণে সীমান্ত এলাকার বাসিন্দাদের উদ্বেগ-উৎকণ্ঠা রয়েছে। এ ব্যাপারে কোস্টগার্ডসহ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), নৌবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী সীমান্তে সতর্ক নজরদারিতে রয়েছে।

তিনি আরও বলেন, সীমান্তে অনুপ্রবেশ রোধ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে কোস্টগার্ডের সক্ষমতা বাড়ানো হয়েছে।