ই-পেপার | শুক্রবার , ২৬ এপ্রিল, ২০২৪
×

রামুতে হাতির আক্রমণে যুবকের মৃত্যু

কক্সবাজারের রামুতে বন্যহাতির আক্রমনে এক যুবকের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত নিহত যুবকের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। বুধবার বিকাল আনুমানিক সাড়ে তিনটায় উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা ৮নং ওয়ার্ডের নাপিতা ঘোনা রাবার বাগানের গহীণ পাহাড়ে বন্য হাতির আক্রমণে অজ্ঞাত এ যুবকের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানান।

এদিকে দুপুর সাড়ে ৩ টার দিকে ঘটনা সংগঠিত হলেও ঘটনাস্থলে প্রশাসনের লোকজনের দেখা মেলে রাত ৯ টার দিকে।

নিহত যুবক রাবার বাগানের কাজে নিয়োজিত কর্মী কিংবা জোয়ারিয়ানালা এলাকার বাসিন্দা হতে পারে বলে স্থানীয়দের ধারনা।

উদ্ধারকাজে নিয়োজিত রামুর ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মোহাম্মদ মুফিজুল ইসলাম জানান, হাতির আক্রমনেই যুবকের মৃত্যু বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন। তবে লাশের অবস্থা এত খারাপ যে চেনার কোন উপায় নেই।

উদ্ধারকাজে রামু থানা পুলিশ, রামু ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকর্মী,বনবিভাগ সহ শতাধিক এলাকাবাসী কাজ করেছেন।