ই-পেপার | রবিবার , ২৮ এপ্রিল, ২০২৪
×

আল জামিয়া আল ইসলামিয়ায় মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দেওয়ার লক্ষে মতবিনিময়

পটিয়া প্রতিনিধি ::
পটিয়া চট্টগ্রামে অবস্থিত আল জামিয়া আল ইসলামিয়ায় গতকাল মাদরাসার ফাজেলান ও হিতাকাঙ্ক্ষীদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জামিয়া পটিয়ার বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র রুখে দেওয়ার লক্ষে সকলকে সোচ্চার থাকার আহবান জানান জামিয়া সংরক্ষণ পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের দাবি, আমরা জামিয়ার সন্তান, জামিয়ার শুভাকাঙ্ক্ষী। আমরা ব্যক্তি ওবায়দুল্লাহ হামজা সাহেবের পক্ষে গিয়ে গোটা জামিয়াকে হুমকির মুখে ফেলতে পারি না। ওবায়দুল্লাহ হামজা সাহেব জঘণ্য অপরাধ করে ছাত্র শিক্ষক সকলকে অতিষ্ঠ করে মাদরাসা থেকে বিদায় নেওয়ার পর থেকে গত দু’মাস যাবৎ যেভাবে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে, তা সত্যিই দুঃখজনক। তিনি বহিরাগত সন্ত্রাসীদের মাধ্যমে বারবার মাদরাসায় আক্রমণ করেছেন। আমরা এতদিন অনেক সহ্য করেছি, এখন থেকে যে বা যারা আমাদের প্রাণপ্রিয় জামিয়ার বিরুদ্ধে আক্রমণ করার চেষ্টা করবে আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই রুখে দাড়াবো। উক্ত সভায় উপস্থিত হন জামিয়া পটিয়ার বর্তমান মজলিসে এদারী তথা পরিচালনা পরিষদের প্রধান আল্লামা মুফতি আহমদুল্লাহ, সদস্য সচিব আল্লামা আবু তাহের নদভী ও সদস্য মুফতি শামসুদ্দিন জিয়া দা.বা.। এই প্রবীণ মুরুব্বিরা উক্ত মতবিনিময় সভায় উপস্থিত জামিয়ার শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং জামিয়ায় ঘটে যাওয়া ঘটনাগুলোর সংক্ষিপ্ত বিবরণ দিয়ে মাওলানা ওবায়দুল্লাহ হামজা সাহেব কর্তৃক জামিয়ার বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র ও সন্ত্রাসী হামলার বিবরণ দেন। পরিশেষে জামিয়া পটিয়ার পরিচালনা পরিষদের প্রধান হাফেজ আহমদুল্লাহ সাহেবের মুনাজাতের মাধ্যমে উক্ত মতবিনিময় সভার সমাপ্তি হয়। জামিয়া পটিয়া সংরক্ষণ পরিষদ কর্তৃক অনুষ্ঠিত মতবিনিময় সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ : ১. জামিয়ার বিরুদ্ধে যেকোন ধরনের ষড়যন্ত্র ও আক্রমণকে কঠিন হস্তে দমন করা। ২. উপস্থিত সকলেই জনসাধারণের মাঝে সত্য খবর প্রচারের মাধ্যমে জামিয়ার বিরুদ্ধে চলমান অপপ্রচার রুখে দেওয়া। ৩. ১ জানুয়ারী জামিয়া সংরক্ষণ পরিষদের উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা।