
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির নায়েব সুবেদার আবদুল মান্নান (৪৫) বন্য হাতির আক্রমণে শহীদ হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র আওতাধীন ভাল্লুকখাইয়া ক্যাম্প ইনচার্জ হিসেবে দায়িত্বরত ছিলেন।
মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত ১০টার দিকে সীমান্তের ৪৭-৪৮ পিলার এলাকা দিয়ে মিয়ানমারের চোরাই গরু প্রবেশ ঠেকাতে গিয়ে বন্য হাতির আক্রমনের শিকার হন এবং ঘটনাস্থলেই মারা যান।
বিজিবির সদস্য ও কর্মকর্তারা আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ।