ই-পেপার | বৃহস্পতিবার , ২ মে, ২০২৪
×

সেরা জ্বালানি কর্মকর্তা হিসেবে মন্ত্রণালয় কর্তৃক পুরষ্কারপ্রাপ্ত পদ্মা অয়েলের জিএম আবদুস সোবহানের বিরুদ্ধে মানহানির অপচেষ্টা, চলছে ষড়যন্ত্র 

 স্টাফ রিপোর্টার :: অয়েল সেক্টরের সেরা জ্বালানি কর্মকর্তা হিসেবে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কর্তৃক পুরষ্কারপ্রাপ্ত দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান পদ্মা অয়েলের জিএম আবদুস সোবহানের বিরুদ্ধে চলছে ষড়যন্ত্র। সম্প্রতি একটি কুচক্রী মহল আব্দুস সোবাহানের কাছে অনিয়মতান্ত্রিকভাবে কাজ চেয়ে না পাওয়ায় হিংসার বশবর্তী হয়ে ও প্রতারণার উদ্দেশ্যে একটি অনলাইন পত্রিকায় তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারিত করে। জানা যায়, পদ্মা অয়েল কোম্পানির প্রধান স্থাপনায় শ্রমিক সরবরাহের জন্য ২০১৪ হতে উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে মেসার্স এন্টারপ্রাইজ নিয়োজিত আছে। পরবর্তীতে দরপত্রের শর্তানুযায়ী শ্রমিকের দর বৃদ্ধি না করে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অনুমোদনক্রমে শুধুমাত্র শ্রমিক সরবরাহ কাজের চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে উক্ত শ্রমিক সরবরাহ কাজের নতুন দরপত্র আহবানের জন্য পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির কর্মকর্তাদের সমন্বয়ে তিনটি তেল কোম্পানিতে শ্রমিক সরবরাহ কাজের জন্য একটি ইউনিফাইড দরপত্র সিডিউল প্রণয়নের জন্য একটি কমিটি গঠিত হয়েছে এবং উক্ত কমিটি ইতিমধ্যেই তার দরপত্র সিডিউলটি প্রণয়ন করেছেন যা বিবিসির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ইতিমধ্যে পদ্মা অয়েলের প্রধান স্থাপনায় শ্রমিক সরবরাহ কাজের মেয়াদ অক্টোবর এ শেষ হওয়ার কারণে এবং নতুন দরপত্র প্রক্রিয়াকরণের কাজ সম্পন্ন না হওয়ায় বর্তমান ঠিকাদারের আবেদনের প্রেক্ষিতে তার চুক্তির মেয়াদ আরো তিন মাস বৃদ্ধির জন্য এজিএম (এম আই) এবং ডিজিএম (অপারেশন) ও তার সুপারিশ ব্যবস্থাপনা পরিচালককে প্রদান করেন এবং সে প্রেক্ষিতে ব্যবস্থাপনা পরিচালক নতুন দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করণের জন্য উক্ত কাজের চুক্তির মেয়াদ দুই মাস বৃদ্ধির অনুমোদন প্রদান করেন। এখানে জিএম প্রকৌশলী মোঃ আব্দুস সোবাহানের কোনরূপ কারসাজি ও অনিয়ম পরিলক্ষিত হয়নি। বরং একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহল তাদের ফায়দা লুটার জন্য জিএম প্রকৌশলী সোবহানের সুনাম হানির জন্য একটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও বিভ্রান্তিকর নিউজ গত ২ নভেম্বর অনলাইন ভিত্তিক চট্টগ্রাম প্রতিদিনে প্রকাশ করেছেন। উল্লেখ্য প্রকৌশলী মোঃ আবদুস সোবহান অয়েল সেক্টরের সেরা জ্বালানি কর্মকর্তা হিসেবে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কর্তৃক পুরষ্কারপ্রাপ্ত একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা। এ ব্যাপারে আব্দুস সোবহান বলেন, একটি স্বার্থান্বেষী মহল আমার কাছে অনিয়মতান্ত্রিকভাবে বিভিন্ন টেন্ডার কাজ না পাওয়ায় আমার বিরুদ্ধে নানা রকম মিথ্যা রটনা ও ষড়যন্ত্র করছে।