ই-পেপার | বুধবার , ১ মে, ২০২৪
×

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে ব্রাহ্মণবাড়িয়া ও রাঙ্গামাটি মুখোমুখি

চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট ২০২৩ এর তৃতীয় দিনে তৃতীয় দিনে ছেলেদের বিভাগে ০২টি এবং মেয়েদের বিভাগে ০২ টি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে দিনের ১ম সেমিফাইনালেব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর মডেল সপ্রাবির ৯ নম্বর জার্সিধারী এটাকিং মিডফিল্ডার সামিয়া আক্তারেরএকক নৈপুন্যে ৫-০ গোলে খাগড়াছড়ি জেলার বড়পাড়া সপ্রাবিকে পরাজিত করে টুর্নামেন্টের ১ম দল হিসেবে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। বিজয়ী দলের পক্ষে সামিয়া আক্তার টুর্নামেন্টের তৃতীয় হ্যাটট্রিক পূর্ণ করেন।টুর্নামেন্টেরমহিলা বিভাগে ব্রাহ্মণবাড়িয়ার খুদে ফুটবল জাদুকর১১ গোল করে গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনালে রাঙামাটি জেলার কাউখালী উপজেলার পানছড়ি সপ্রাবি ৪-২ গোলে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার খিরাইকান্দি ইমাম উদ্দিন সপ্রাবিকে পরাজিত করে বালিকা বিভাগে ২য় দল হিসেবে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। বিজয়ী দলের পক্ষে নমিতা চাকমা হ্যাটট্রিক করে, টুর্নামেন্টের মহিলা বিভাগে খুদে এই ফুটবল জাদুকর ১১ গোল করে গোলদাতার তালিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সামিয়া আক্তারের সাথে যৌথভাবে শীর্ষে রয়েছেন। বিজয়ী দলের পক্ষে অন্য গোলটি করেন জয়ন্তী চাকমা। বিজিত দলের পক্ষে আফরিন দুই গোল করে। আগামীকাল ফাইনালে তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চামারমপুর মডেল সপ্রাবির সাথে মোকাবিলা করবে।

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের দিনের ১ম সেমিফাইনালে চাঁদপুর জেলার সদর উপজেলার কুমুরুয়া সূর্য রায় নন্দী সপ্রাবির ৭ নম্বর জার্সিধারী এটাকিং মিডফিল্ডার মো: নুরুন্নবীর একক নৈপুন্যে ৫-২ গোলে ব্রাহ্মণবাড়িয়ার জেলার কসবা উপজেলার কসবা সপ্রাবিকে পরাজিত করে বালক বিভাগে১ম দল হিসেবে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। বিজয়ী দলের পক্ষে মো: নুরুন্নবী হ্যাটট্রিকসহ ৪ গোল করে। টুর্নামেন্টেরবালক বিভাগে খুদে এই ফুটবল জাদুকর ৮ গোল করে গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন। দলের পক্ষে অন্য গোলটি করে নাহিদ। বিজিত দলের পক্ষে জুরায়েদ ও রিহাদ একটি করে গোল করে।

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনালে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ঝলম সপ্রাবি ৩-১ গোলে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার জালিয়াঘাটা সপ্রাবিকে পরাজিত করে বালক বিভাগে ২য় দল হিসেবে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। বিজয়ী দলের পক্ষে সাব্বির হোসেন, আল সামির ও ফরহাদ হোসেন প্রত্যেকে ১টি করে গোল করে। বিজিত দলের পক্ষে মোবারেক হোসেন সিরাজী সান্তনাসূচক গোল করে। আগামীকাল ফাইনালে তারাচাঁদপুর জেলার কুমুরুয়া সূর্য রায় নন্দী সপ্রাবির সাথে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে।

টুর্নামেন্টের তৃতীয় দিনের সেমিফাইনাল খেলায় উপস্থিত ছিলেনরাঙ্গামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হৃষীকেশ শীল, বিভাগীয় শিক্ষা অফিসার মামুন কবির, চাঁদপুর জেলার সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মো : রবিউল হোসেন, চট্টগ্রাম ও পটিয়া পিটিআইয়ের ইন্সট্রাক্টর ফারুক হোসেন, শামীমা সুলতানা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, সানাউল্লাহ কাউছার, রঞ্জন ভট্টাচার্য্য, জিশা চাকমা, লায়লা বিলকিস। চটগ্রাম জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধিবৃন্দ, খেলা পরিচালনার সাথে সম্পৃক্তপ্রাথমিক শিক্ষা বিভাগের আজাদ ইকবাল পারভেজ, সমীত সেন, মোহাম্মদ ওবাইদুল্লাহ, সৌমেন পাটোয়ারী, রুমা বড়–য়া, সানজিদা আজাদ, হাবিবা ফেরদৌস আরা খানম, রাশেদা আক্তার, মো : আব্দুল হাই, বিষু বড়–য়া, মো : ফরিদুল ইসলাম, উৎপল বড়–য়াসহ অন্যান্য ব্যক্তিবর্গ। খেলা পরিচালনার তত্ত্বাবধানে ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার মনোনীত প্রতিনিধিবৃন্দ এবং খেলা পরিচালনা করেন চট্টগ্রাম রেফারী সমিতির সদস্যবৃন্দ।

আগামীকাল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টেরফাইনালেবালিকা বিভাগে সকাল ৮.৩০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর মডেল সপ্রাবি ও রাঙ্গামাটি জেলার পানছড়ি সপ্রাবির সাথে মোকাবিলা করবে। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টেসকাল ৯.৩০ ঘটিকায় চাঁদপুর জেলার কুমুরুয়া সূর্য রায় নন্দী সপ্রাবি কুমিল্লা জেলার ঝলম সপ্রাবির সাথে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে।