ই-পেপার | বৃহস্পতিবার , ২ মে, ২০২৪
×

চট্টগ্রামে জলাবদ্ধতায় নগরবাসীর উদ্বেগ

কাল শুক্রবার (৪ আগষ্ট ) সকাল ৮ টায় চট্টগ্রাম নগরীর মুরাদপুর শহীদ জানে আলম সড়কে বৃষ্টির পানিতে তলিয়ে যায় জলাবদ্ধতায়। মুরাদপুর মহল্লার স্থায়ী বাসিন্দা শিশুসাহিত্যিক সমাজসেবক মুরাদপুর মহল্লা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক তসলিম খাঁ সংবাদপত্রে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জলাবদ্ধতার অভিশাপ থেকে চট্টগ্রাম নগরীর মানুষ কবে মুক্তি পাবে? সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতায় নগরীর নিম্নাঞ্চল যদি এভাবে ডুবে যায়।

তাহলে কোটি কোটি টাকা কেন খরচ করতে হবে! জনগনের আশা আকাঙ্খার প্রতি সরকার যেখানে আন্তরিক, সেখানে কেন এই টাকা সদ ব্যবহার হচ্ছে না প্রশ্ন থেকেই যায়। চট্টগ্রামের দুঃখ চাক্তাই খাল, মির্জা খাল, নাছিরখালসহ নগরীর সবখাল ও নালা নর্দমায় পিলিথিনে সয়লাব। চট্টগ্রাম নগরবাসীর প্রতি আসলে কোন দায়িত্বশীল সংস্থার কোন কাজ করছে না, করলে যুগ যুগ ধরে জলাবদ্ধতা নিরসনে প্রকল্প গুলো কেন ধীরগতি! নগরবাসীর প্রতি শ্রদ্ধা থাকলে সংশ্লিষ্ট কতৃপক্ষ নিরব কেন!

তসলিম খাঁ, (শিশুসাহিত্যিক-কবি)
সাবেক নেতা, চাক্তাই খাল খনন সংগ্রাম কমিটি।ও প্রচার ও প্রকাশনা সম্পাদক, মুরাদপুর মহল্লা কমিটি।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট