ই-পেপার | শুক্রবার , ২৬ এপ্রিল, ২০২৪
×

মীরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ২ প্রতিষ্ঠানকে জরিমানা

মীরসরাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে চালিয়ে ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

এসময় উপজেলার পৌর সদরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য বিক্রি দায়ে আলিফ ডিপাটমেন্টাল স্টোর ১ হাজার টাকা ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠান জান্নাত ফুডকে খাদ্যে বিষাক্ত কেমিক্যাল মেশানো দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১১ অক্টোবর (মঙ্গলবার) দুপুর সাড়ে ১২টার দিকে মীরসরাই পৌর সদর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিএসটিআই ফিল্ড অফিসার সিএম কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, মীরসরাই থানার উপ পরিদর্শক আতাউর রহমান প্রমুখ।

এ বিষয়ে জানতে চাইলে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, পৌর সদরে অবস্থিত আলিফ ডিপাটমেন্টাল ষ্টোরকে বিএসটিআই অনুমোদনহীন পণ্য বিক্রি দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ধারা অনুযায়ী ১ হাজার টাকা এবং খাদ্যে বিষাক্ত কেমিক্যাল মেশানো কারণে কেক নির্মাণকারী প্রতিষ্ঠান
জান্নাত ফুডকে বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়ছে।