ই-পেপার | শুক্রবার , ২৬ এপ্রিল, ২০২৪
×

ব্যবসায় ডিজিটাল সুরক্ষা স্মার্ট বাংলাদেশের কর্মকান্ডকে এগিয়ে নিতে সহায়ক হবে

ব্যবসায় ডিজিটাল সুরক্ষা স্মার্ট বাংলাদেশের কর্মকান্ডকে এগিয়ে নিতে সহায়ক হবে। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর ভাইস-প্রেসিডেন্ট নিশাত ইমরান ১২ মার্চ ২০২৩ তারিখ রবিবার চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সেমিনার হলে সকাল ১১.০০ ঘটিকায় ওহংঢ়রৎধ এর উদ্যোগে এবং চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সহযোগিতায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। তিনি আরো বলেন, বিশ^ব্যাপী প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে আমাদেরকেও এগিয়ে যেতে হবে।

সেজন্য আমাদের ডিজিটাল কর্মকান্ডকে সুরক্ষা করা অত্যন্ত জরুরী। কর্মশালা আয়োজনের উদ্যোগ গ্রহন করায় তিনি ওহংঢ়রৎধ-কে ধন্যবাদ জ্ঞাপন করেন। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সদস্য সিতারা রহমান এবং ওহংঢ়রৎধ এর কর্মকর্তাদের উপস্থিতিতে প্রশিক্ষণ কোর্সে সাইবার সিকিউরিটি এক্সপার্ট তানভীর হাসান জোহা প্রশিক্ষণ প্রদান করেন। প্রতিদিন ৫০ জন করে ১১ থেকে ১৩ মার্চ পর্যন্ত মোট ১৫০ জন উদ্যোক্তা কর্মশালায় অংশগ্রহন করেন।