ই-পেপার | শনিবার , ২৭ এপ্রিল, ২০২৪
×

চট্টগ্রাম বন্দরের কার্যক্রম শুরু

ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশ উপকূল অতিক্রম করে ক্রমে শক্তি হারিয়েছে। ফলে চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে দেখানো ৭ নম্বর বিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

৩২ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ৮ টা থেকে বন্দরের কন্টেইনার ও পণ্য ডেলিভারির কাজ শুরু হয়েছে।

বন্দর সচিব ওমর ফারুক জানান, চট্টগ্রাম বন্দরের জেটিতে জাহাজ আসা-যাওয়ার জন্য জোয়ারের প্রয়োজন হয়। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব কেটে যাওয়ার পর সকাল থেকে জোয়ারের সময় বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া জাহাজগুলো জেটিতে আনা হচ্ছে। এরই মধ্যে কয়েকটি জাহাজ চলে এসেছে। দুপুরের মধ্যে আগে থেকে বার্থিংয়ে থাকা সবগুলো জাহাজ জেটিতে ফিরতে পারে। এরই মধ্যে বন্দরের স্বাভাবিক অপারেশন (কার্যক্রম) শুরু হয়েছে।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট