ই-পেপার | বৃহস্পতিবার , ২ মে, ২০২৪
×

চাকরির বয়স ৩৫ করার দাবিতে মহাসমাবেশের ডাক

ঢাকা অফিস : সরকারী চাকরীতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর জন্য দীর্ঘ ১৩ বছর ধরে (২০১২ সাল থেকে) সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য চাকরী প্রত্যাশীরা রাজপথে আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যাচ্ছে। চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ী ভাবে বৃদ্ধি চাই অর্থাৎ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ৩৫ চাই। তারই ধারাবাহিকতায় ৩০ই আগস্ট ২০২৩ ইং থেকে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আগামী ১১ মে ২০২৪ ইং চূড়ান্ত শিক্ষার্থী সমাগমের ডাক দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। রাজপথে থেকে দাবী বাস্তবায়ন করার লক্ষ্যে তারা এবার রাজপথে কঠোর অবস্থান করবে বলে ঘোষণা দিয়েছে। সেই সাথে শিক্ষার্থীরা ৩৫ এর পক্ষে স্থানীয় সংসদ সদস্য সহ, পেশাজীবী ও ছাত্রসংগঠনের লিখিত সুপারিশ কার্যক্রম চলমান রেখেছে৷
ইতোমধ্যে ১০ জুন, ২০২৩ সালে এই আন্দোলনে আন্দোলনরত শিক্ষার্থীদের নামে মিথ্যা মামলা প্রদান করায় ১২ জন সাধারণ শিক্ষার্থীকে ১৩ দিন জেল প্রদান করা হয়। এটি যেহেতু সকল শিক্ষার্থীদের প্রাণের দাবী সেহেতু সরকারের দৃষ্টি আকর্ষণ করে এই দাবী বাস্তবায়ন করার জন্য সাধারণ শিক্ষার্থীরা এবার গণজাগরণ তৈরী করবে বলে প্রস্তুতি নিচ্ছে । অতি দ্রুত সময়ে শিক্ষার্থী সংযোগে মাঠের সকল কার্যক্রম সম্পন্ন করে আগামী ১১ মে ২০২৪ চূড়ান্ত শিক্ষার্থী সমাগমের মধ্য দিয়ে শিক্ষার্থীরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে দাবী বাস্তবায়ন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছে।