ই-পেপার | বুধবার , ১ মে, ২০২৪
×

পাপুয়া নিউ গিনিতে ভূমিকম্পে ৫ নিহত

আন্তর্জাতিক ডেস্ক :

বন্যা-কবলিত পাপুয়া নিউ গিনির উত্তরাঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানায় কমপক্ষে পাঁচ জনের প্রাণহানি ও আনুমানিক ১ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছে। কর্মকর্তারা সোমবার বলেছেন, দুর্যোগ কর্মীরা এই অঞ্চলে তাদের সহায়তায় আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
জরুরি উদ্ধারকর্মীরা এখনও কম্পনের ফলে প্রদেশের বেশিরভাগ ক্ষতিগ্রস্ত এলাকার প্রভাব মূল্যায়ন করছে উল্লেখ করে পূর্ব সেপিকের গভর্ণর অ্যালান বার্ড বলেন, ‘এখন পর্যন্ত প্রায় ১ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।’ 
খবর এএফপি’র।
রোববার ভোরে দেশের সেপিক নদীর তীরে অবস্থিত কয়েক ডজন গ্রামে ভূমিকম্প আঘাত হানে। ইতোমধ্যে গ্রামবাসী বড় বন্যার সাথে লড়াই করছে।
প্রাদেশিক পুলিশ কমান্ডার ক্রিস্টোফার তামারি এএফপি’কে বলেন, কর্তৃপক্ষ ৫ জনের মৃত্যুর রেকর্ড করেছে তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
ভূমিকম্পের পরে তোলা ছবিগুলোতে ক্ষতিগ্রস্ত আশপাশের কাঠের বাড়িগুলোকে বন্যার পানিতে ভেসে যেতে দেখা গেছে।