ই-পেপার | বুধবার , ১ মে, ২০২৪
×

রাজনৈতিক ব্যস্ততায় বিপিএল থেকে বিরতিতে যাচ্ছেন মাশরাফি

 ক্রীড়া প্রতিনিধি ::

মাশরাফি বিন মুর্তজার বিপিএল খেলা নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছিল। তার দল সিলেট স্ট্রাইকার্স ভালো করতে না পারায় সেটি বাড়ছিল আরও।এর মধ্যেই বিপিএল থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি।

সংসদের হুইপের দায়িত্ব ও রাজনৈতিক ব্যস্ততায় এমন সিদ্ধান্ত বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মাশরাফি। সেখানে জানানো হয়েছে, তার অনুপুস্থিতিতে সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন সিলেটের নেতৃত্ব দেবেন।  

এবারের বিপিএলে পাঁচ ম্যাচ খেলে কোনোটিতেই জেতেনি সিলেট। এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে একটি উইকেট পেয়েছেন মাশরাফি।

চলতি দ্বাদশ জাতীয় সংসদে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মাশরাফি। এরপর তাকে দেওয়া হয় হুইপের দায়িত্ব। ৩০ জানুয়ারি সংসদ অধিবেশনের প্রথম দিনে উপস্থিত ছিলেন না সিলেট অধিনায়ক। এদিন দলটির হয়ে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামেন মাশরাফি।  

তবে এবার সংসদে যোগ দিতে সিলেট স্ট্রাইকার্স ছেড়ে যাচ্ছেন তিনি। দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাশরাফির দলের প্রতি ‘কমিটমেন্টের’ জন্য তাকে অভিবাদন জানিয়েছে সিলেট ফ্র্যাঞ্চাইজি মালিকরা। তাকে এই বিপিএলেই আবার দলে ফেরত পাওয়ার আশা তাদের।