ই-পেপার | শুক্রবার , ৩ মে, ২০২৪
×

পটিয়া আল-জামিয়ায় শান্ত পরিবেশে বিঘ্নিত সৃষ্টি হয় এমন কর্মকান্ড হতে বিরত থাকার আহবান

দেশের শীর্ষ আলেমদের বিবৃতি

খবর বিজ্ঞপ্তি :
পটিয়া আল-জামিয়ায় শান্ত পরিবেশে বিঘ্নিত সৃষ্টি হয় এমন কর্মকান্ড হতে বিরত থাকার আহবান
পটিয়া আল-জামিয়ায় শান্ত পরিবেশে বিঘ্নিত সৃষ্টি হয় এমন কর্মকান্ড হতে সাধারণ মুসলমানকে বিরত থাকার আহবান জানান দেশের শীর্ষ আলেমগণ। গত ২৮ অক্টোবর’২৩ পটিয়া আল-জামিয়ায় সাবেক মুহতামিম আল্লামা ওবাইদুল্লাহ হামজাকে কেন্দ্র করে জামিয়ার ছাত্র-শিক্ষকের যৌথ আন্দোলন এবং উত্তাপ্ত পরিস্থিতি দ্রুততম সময়ে দেশের শীর্ষ আলেমগণের মধ্যস্থতায় শুরা কমিটির জরুরী অধিবেশনের মাধ্যমে অস্থায়ীভাবে কিছু সিদ্ধান্ত গ্রহণ করায় উত্তাপ্ত আন্দোলন নিয়ন্ত্রণে আনতে সক্ষ্মম হয়। আলহামদুলিল্লাহ পরিস্থিতি শান্ত হয়ে ছাত্র-শিক্ষক ক্লাসমূখি হয়ে পড়ে, আজ পর্যন্ত প্রায় তিন মাসের কাছাকাছি মাদরাসার সকল বিভাগ সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে এবং নিয়মিত ক্লাস, পরিক্ষাসহ সকল কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। এক দিনের জন্যও মাদরাসা বন্ধ হয়নি। এটা আল্লাহ রাব্বুল আলামীনের রহমত এবং জামিয়া পটিয়ার প্রতিষ্ঠাতা কুতবুল আলম আল্লামা শাহ মুফতি আজিজুল হক (রহ) এর হাতেগড়া দ্বীনি এদারার মকবুলিয়তের আলামত। আমরা অত্যন্ত পরিতাপরে সাথে লক্ষ্য করছি, ২৯ অক্টোবর’২৩ শুরার এই সিদ্ধান্তকে একটি অতি উৎসাহি মহল সূক্ষ্মভাবে স্বার্থ আদায়ের হীন প্রয়াসে কাজ করে যাচ্ছে বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে এই পদক্ষেপকে অযৌক্তিক প্রোপ্রাগান্তার মাধ্যমে ভিন্নখাতে প্রবহিত করার চেষ্টা হচ্ছে। মুসলিম বিশ্বে সুপরিচিত এ দ্বীনি প্রতিষ্ঠান কোন কু-চক্রীমহল মাদরাসা ধ্বংস করার চক্রান্ত করলে বরং নিজেরায় ধ্বংস হয়ে যাবে বলে আমাদের বিশ্বাস। অতএব কোন ষড়যন্ত্রকারীর ফাঁদে পা না দিয়ে মাদরাসা কল্যাণে দান-ছদকা, দোয়া দিয়ে মাদরাসার সহযোগীতায় এগিয়ে আসার আহবান জানান। জামিয়া পটিয়ার সার্বিক বিষয়টি দেশের শীর্ষ আলেমগণসহ শুরা কমিটি নিয়মিত খবরা-খবর রাখছেন। মাদরাসার শান্ত রাখার স্বার্থে অস্থায়ীভাবে যে সিদ্ধান্ত গুলো গ্রহণ করা হয়েছে, আগামী শুরা অধিবেশন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত সে মোতাবেক যাবতীয় কার্যাদি পরিচালিত হবে। কোন অবস্থাতেই মাদরাসা বন্ধ করে পড়াশোনায় বিঘœতা সৃষ্টি করা যাবে না। ইনশাআল্লাহ আগামীতে দেশের শীর্ষস্থানীয় আলেম, পীর, বুযুর্গ এবং শুরা কমিটির সদস্যদের যৌথ উদ্দ্যোগ গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ উভয় পক্ষের মতামতের মাধ্যমে সকল তথ্য সংগ্রহ পূর্বক একটি সিদ্ধান্ত পৌছতে পারব বলে আল্লাহ রাব্বুল আলামীনের কাছে সাহায্য কামনা করছি।
বিবৃতি দাতাগণের নামঃ হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, বাবুনগর মাদ্রাসার মুহতামিম আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা মুফতি খলিল আহম্মদ কাসেমী কুরাইশী, খেলাফত আন্দোলন বাংলাদেশের আমির, জামেয়া নূরিয়া ঢাকার মুহতামিম আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, নানুপুর মাদ্রাসার মুহতামিম আল্লামা শাহ সালাহউদ্দিন নানুপুরী, মধুপুরের পীর সাহেব আল্লামা আবদুল হামিদ মধুপুরী, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, জামেয়া দারুল আরকামের মুহতামিম আল্লামা সাজেদুর রহমান, নাজিরহাট বড় মাদ্রাসার মুহতামিম আল্লামা মুফতি হাবিবুর রহমান কাসেমী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির, পদুয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা সরওয়ার কামাল আজিজি, ঢাকা বসুন্দরা মাদ্রাসার মুহতামিম আল্লামা আরশাদ রহমানী, ঢাকা জামেয়া রহমানিয়ার মুহতামিম আল্লামা মাহফুজুল হক, জামেয়া ইউনুচিয়া বি-বাড়িয়ার মুহতামিম আল্লামা মোবারক উল্লাহ, চট্টগ্রাম ফিরোজ শাহ বড় মাদ্রাসার মুহতামিম আল্লামা হাফেজ তাজুল ইসলাম, চট্টগ্রাম হাইলধর মাদ্রাসার মুহতামিম আল্লামা তৈয়ব হালিম, মেখল মাদ্রাসার মুহতামিম আল্লামা ওসমান ফয়েজি, হেফাজতে ইসলাম বাংলাদেশের অর্থ সম্পাদক আল্লামা মুফতি মোহাম্মদ আলী কাসেমী, জিরি মাদ্রাসার মুহতামিম মাওলানা খোবাইব, বগুড়া জামিল মাদ্রাসার নির্বাহী মুহতামিম আল্লামা আবদুল হক হক্কানি, লালখাঁন বাজার মাদ্রাসার নির্বাহী মুহতামিম আল্লামা মুফতি হারুন ইজাহার, চট্টগ্রাম জামেয়া কুরআনিয়ার মুহতামিম আল্লামা আলি ওসমান, কৈয়গ্রাম মাদ্রাসার মুহতামিম আল্লামা আতাউল্লাহ আল-হোসাইনি, মদুনাঘাট ইউনুচিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা শাহ্ শিহাবউদ্দীন, চট্টগ্রাম ওয়াহেদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা আরিফ ফয়েজি, হাটহাজারী জামেয়া রশিদীয়ার মুহতামিম আল্লামা মুফতি আবদুল আজিজ, ঢাকা জামেয়া ইব্রাহীমিয়ার মুহতামিম আল্লামা মুফতি শফিকুল ইসলাম প্রমুখ।