ই-পেপার | শনিবার , ১৮ মে, ২০২৪
×

চট্টগ্রামের সমৃদ্ধি মানে বাংলাদেশ এগিয়ে যাওয়া- আ.জ.ম নাছির উদ্দীন 

খবর বিজ্ঞপ্তি

‘চট্টগ্রামের সমৃদ্ধি মানে বাংলাদেশ এগিয়ে যাওয়া। পরনিন্দা না করে  একে অপরের সমন্বয়ে  এ দেশকে এগিয়ে নিয়ে যেতে  হবে। বাংলাদেশে চিকিৎসা সেবার মান এখনো নিশ্চিত হয়নি। ঢাকার পরেই চট্টগ্রামেই আন্তর্জাতিকমানের চিকিৎসা সেবায় এগিয়ে যাচ্ছে। মেডিকেল হেলথ মেলা মানে আস্থা অর্জন করা,তাই আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দেশেই চিকিৎসা সেবা নেওয়।তাহলে আমাদের সেবারমান নিশ্চিত হবে বলে আমি মনে করি’।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর ১২ টায় চট্টগ্রাম নগরীর ‘জিইসি কনভেনশন হ’লে’ তিন দিনব্যাপী ২য় হেলথ এ্যান্ড মেডিকেল এক্সপো’২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম  মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন এসব কথা বলেন।

‘ম্যাক্স ম্যানেজমেন্ট এন্ড প্রেজেন্টস’ কর্তৃক আয়োজিত  জুনাইদ আসাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে  আরো বক্তব্য রাখেন’ দৃষ্টি চট্টগ্রামে’র প্রতিষ্ঠাতা ও  সংগঠক মাসুদ বকুল, মেলার প্রধান সম্মনয়কারী শহীদুল্লাহ হিরু ও সাইফুল্লাহ মনছুর। 

এবারের মেলায় দেশী-বিদেশী মিলে ১০০টি স্টল অংশগ্রহণ করেছে। এতে মেডিকেল, সার্জিকেল, ল্যাব ইকুইপমেন্ট, ইন্টারন্যাশনাল হসপিটালের ইনফরমেশন, মেডিকেল টুরিজম, চোখ,দন্ত, ডায়েবিটিস, ব্লাড প্রেসারসহ সকল গুরুত্বপূর্ণ চিকিৎসার ফ্রি চেক-আপ ক্যাম্পিং চালু থাকবে। এছাড়া মেলা চলাকালীন সময়ে  চিকিৎসা বিজ্ঞান ও স্বাস্থ্য বিষয়ক সেমিনার হবে বলে জানান মেলা আয়োজক কমিটি।