ই-পেপার | রবিবার , ৫ মে, ২০২৪
×

চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্লাটবেড ওনার্স এসোসিয়েশনের সভাপতি জুয়েল, সাধারণ সম্পাদক হোসেন

বাংলাদেশের পন্য পরিবহন জগতের অন্যতম বৃহৎ সংগঠন চট্টগ্রাম বন্দর প্রাইম মুভার ও ফ্লাটবেড ওনার্স এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন গত ২৫ সেপ্টেম্বর সোমবার নগরীর বন্দর পোর্ট সিটি ক্লাবে অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন উপ-পরিষদের চেয়ারম্যান ছিলেন হাজী মুহাম্মদ সেলিম, সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম, মুহাম্মদ লিয়াকত আলী ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ৬৭জন প্রার্থীর মধ্যে ২৩ জন নির্বাচিত হন। নির্বাচনে এছাক গ্রুপ অব কোম্পানীর পরিচালক বিশিষ্ট সমাজসেবক তরুণ শিল্পপতি হাজী মুহাম্মদ আবু ছালেহ জুয়েল বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হন।

নির্বাচিত অন্যান্যরা যথাক্রমে মোহাম্মদ আনোয়ার হোসেন কার্য-নির্বাহী সভাপতি, মোরশেদ হোসেন নিজামী, সাহাব উদ্দীন রুবেল, জসিম উদ্দীন চৌধুরী সহ-সভাপতি, মোহাম্মদ হোসেন সাধারণ সম্পাদক, আনিসুর রহমান রাজু, ইসমাইল হোসেন যুগ্ম-সাধারণ সম্পাদক, মোহাম্মদ ইসমাইল সহ-সাধারণ সম্পাদক, সালাউদ্দিন আহমেদ সাংগঠনিক সম্পাদক, খোরশিদ আলম অর্থ সম্পাদক, হাসান মুরাদ বাদশা দপ্তর সম্পাদক, ইউনুচ আজাদ বন্দর বিষয়ক সম্পাদক, ফখরুল ইসলাম লিটন আইন সম্পাদক, মোহাম্মদ মুকুল প্রচার সম্পাদক, মোহাম্মদ ইয়াছিন, আবু আহমেদ, আকরাম আলী, মোহাম্মদ ইব্রাহীম, আলাউদ্দীন শীবলু, মোহাম্মদ জামাল, মোতাহের হোসেন, মোহাম্মদ সেলিম সদস্য নির্বাচিত হয়েছেন। এসময় নব-নির্বাচিত সভাপতি আবু ছালেহ জুয়েল বলেন, নির্বাচনের উদ্দেশ্য শুধুমাত্র কমিটির পরিবর্তন নয় এসোসিয়েশনের উন্নয়নের লক্ষ্যে কাজ করতে হবে। বিগত সময়ে যে কোন প্রয়োজনে আমি পাশে ছিলাম ভবিষ্যতেও প্রাইম মুভার মালিক পক্ষের ৮ শতাধিক সদস্যদের সুখে দুঃখের সাথে হয়ে কাজ করে যাব।