ই-পেপার | বৃহস্পতিবার , ২ মে, ২০২৪
×

ভোটার উপস্থিতি কম হওয়ায় অলস সময় পার

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চললেও অধিকাংশ কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। তবে কেন্দ্রগুলো ফাঁকা হলেও অল্প সময়ের মধ্যে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে খুশি ভোটাররা। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে কোনও সমস্যা হচ্ছে না বলেও জানিয়েছেন তারা।

রবিবার (৩০ জুলাই) ভোটগ্রহণ শুরুর পর থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্র ঘুরে কম ভোটার উপস্থিতির চিত্র দেখা গেছে।

সকাল থেকেই বেশ কয়েকটি কেন্দ্রের ভেতর ফাঁকা ছিল। বুথের সামনে ভোটারদের সারি দেখা যায়নি। কিছুক্ষণ পরপর দু–একজন ভোটারকে আসতে দেখা যায়। সেইসঙ্গে অলস সময় পার করতে দেখা গেছে ভোট গ্রহণের দায়িত্বে থাকা ব্যক্তিদের।

এদিকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে জানিয়ে রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, দুপুর দেড়টা পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কেন্দ্রগুলোতে ইভিএমে কোনও ত্রুটি পাওয়া যায়নি। বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ হবে।

তিনি আরও বলেন, প্রতিটি কেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরা দিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এই আসনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৮৮ হাজার ৬৩৩ জন। আশা করছি শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হবে।

এ উপ-নির্বাচনে প্রার্থীরা হচ্ছেন— আওয়ামী লীগের মো. মহিউদ্দিন বাচ্চু (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম (লাঙল), তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত (সোনালী আঁশ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী (বেলুন) ও মনজুরুল ইসলাম ভূঁইয়া (রকেট)।