ই-পেপার | শনিবার , ৪ মে, ২০২৪
×

মহাত্মা লালন ফকিরের ভাব বাণীতে মানবতার কথা উঠে এসেছে- জেলা পরিষদ চেয়ারম্যান পেয়ারু

মহাত্মা লালন ফকির ছিলেন একজন অসাম্প্রদায়িক চিন্তা চেতনার মানুষ। তাঁর ভাব বাণীতে প্রতিটি ধর্মের কথা এবং মানবতার কথা তুলে ধরেছেন। তার প্রতিটি কথা এবং বানী দেশ ও রাষ্ট্র ও সমাজের জন্য উপকারী তিনি মানবতার জয়গান গেয়েছেন। যার কারণে লালন সংগীত এখনো বাংলা ভাষাভাষি মানুষের কাছে খুব জনপ্রিয়। লালন সংগীতের ভাব অন্য সংগীতের চেয়ে ভিন্ন। লালনের ভাব বাণী চট্টগ্রাম অঞ্চলে ছড়িয়ে দিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও লালন পরিষদ চট্টগ্রাম বিভাগের প্রধান উপদেষ্ঠা এ.টি.এম পেয়ারুল ইসলাম সাথে লালন পরিষদ চট্টগ্রাম বিভাগের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বিভিন্ন টিভি চ্যানেলের নিয়মিত সংগীত শিল্পীদের সাথে বৃহস্পতিবার(৬ জুন) বেলা ১২টায় কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় ও মতা বিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন লালন পরিষদ চট্টগ্রাম বিভাগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লুপর্ণা মুৎসুদ্দী লোপা, সংগীত শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন লালন পরিষদ চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক সংগীত শিল্পী সুধমা দাশ সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক গীতিকার নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক কবি বিদ্যুৎ দেব, সংগীত শিল্পী খোকন মজুমদার রাজিব, চ্যানেল আই সেরা কণ্ঠ-২০২৩ জুয়েল দ্বীপ, বেতার ও টিভি শিল্পী জয় দত্ত, সংগীত শিল্পী এস কে মানিক, সংগীত শিল্পী ¯িœগ্ধা দাশ পূজা, সংগীত শিল্পী জয়শ্রী চৌধুরী, সংগীত শিল্পী নন্দীনি দাশ প্রমুখ। সংগীত শিল্পীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে লালন পরিষদ চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে জেলা পরিষদ চেয়ারম্যানকে প্রধান উপদেষ্ঠা হিসেবে দায়িত্ব নিতে অনুরোধ করলে চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম সম্মতি দেন।