ই-পেপার | শনিবার , ২৭ এপ্রিল, ২০২৪
×

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের লোগো উন্মোচন

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালের ২ এপ্রিল শ্রীলংকার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে নুয়ান কুলাসেকারার বলে ছক্কা মেরে ভারতকে চ্যাম্পিয়ন করেছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ১২ বছর পর সেই স্মৃতি ফিরে এল। ভারতীয় ক্রিকেটের সেই সাফল্যের দিনেই গতকাল উন্মোচন করা হলো ২০২৩ বিশ্বকাপের লোগো। ভারতের মাঠে আগামী ৫ অক্টোবর শুরু হয়ে ১৯ নভেম্বর পর্যন্ত চলবে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ আসর।

এ নিয়ে চতুর্থবারের মতো ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে চলেছে জনসংখ্যার হিসাবে ক্রিকেটের সর্ববৃহৎ দেশ ভারত। ক্রিকেটের এ মহাযজ্ঞের সময় পুরো ক্রিকেট দুনিয়া বুঁদ হয়ে থাকবে। উন্মাদনা বাড়াতে ছয় মাস আগেই এর প্রচার শুরু করে দিল নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

২০২৩ বিশ্বকাপ ও লোগো উন্মোচন নিয়ে আইসিসি লিখেছে, ‘ঠিক ১২ বছর আগে মহেন্দ্র সিং ধোনি ছয় মেরে ভারতকে চ্যাম্পিয়ন করেছিলেন। ২০২৩ সালের প্রতিযোগিতার ব্র্যান্ডের উদ্বোধনের জন্য সেই দিনটিকেই বেছে নেয়া হলো।’

সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভারতীয় পুরাণ ‘নাট্যশাস্ত্র’তে উল্লেখিত ‘নয় রস’ বা ‘নবরস’-এর ওপর ভিত্তি করে লোগোটির ডিজাইন করা হয়েছে। প্রতীক ও রঙ ব্যবহারের মাধ্যমে ক্রিকেটীয় প্রেক্ষাপটে ‘নয় রস’কে ফুটিয়ে তোলা হয়েছে। বিশ্বকাপের প্রতিটি মুহূর্তে দর্শকরা অনুভব করবে: আনন্দ, শক্তি, কষ্ট, সম্মান, অহংকার, সাহসিকতা, গৌরব, বিস্ময় ও আবেগ।

স্বাগতিক ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা লোগো উন্মোচন অনুষ্ঠানে আসন্ন বিশ্বকাপ নিয়ে বলেছেন, ‘ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনো ছয় মাস বাকি থাকলেও উন্মাদনা আসলে শুরু হয়ে গেছে এবং এটি তৈরি হচ্ছে। ‘ঘরের মাঠে বিশ্বকাপ খেলা যেকোনো খেলোয়াড়ের স্বপ্ন, আর অধিনায়ক হলে এটি আরো বেড়ে যায়। বিশ্বকাপে মাঠে নামতে আমার তর সইছে না। ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্যই ওয়ানডে বিশ্বকাপের আবেদন একটু বেশি। এ আসর সামনে রেখে আমরা নিজেদের সেভাবেই প্রস্তুত করব, যাতে ট্রফিটি জয়ের সুযোগ তৈরি হতে পারে।’

ভারতীয় ক্রিকেট বোর্ড সেক্রেটারি ও অমিত শাহপুত্র জয় শাহ বলেছেন, ‘২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের দিকে তাকিয়ে আছে বিসিসিআই। ভারত ও গোটা বিশ্বের সব দর্শকের জন্য স্মরণীয় একটি আসর উপহার দিতে চাই আমরা। ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ এ প্রতিযোগিতায় জমজমাট খেলা দেখার অধীর অপেক্ষায় আছি আমরা। সেই সঙ্গে আমরা আয়োজন দিয়েও চমকে দিতে চাই।’

আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ অ্যালারডাইস বলেন, ‘উন্মাদনা তৈরি হচ্ছে, ২০২৩ বিশ্বকাপের ব্র্যান্ড উদ্বোধন করতে পেরে আমরা আনন্দিত। নবরসের মধ্য দিয়ে আমরা বিশ্বকাপের সঙ্গে সমর্থকদের আবেগ ও উন্মাদনাকে একসূত্রে গেঁথে দিতে চেয়েছি। সর্বকালের সর্ববৃহৎ বিশ্বকাপ আয়োজন সামনে রেখে রোমাঞ্চকর ছয় মাস কাটবে আমাদের।’

৪৮ ম্যাচের এ বিশ্বকাপে অংশ নেবে মোট ১০টি দল। খেলা হবে ভারতের ১০টি শহরে। এ আসরে স্বাগতিক ভারতসহ আটটি দল সরাসরি খেলবে। আর দুটি দল আসবে বাছাইপর্ব খেলে। এরই মধ্যে সাতটি দলের টিকিট নিশ্চিত হয়েছে, যার মধ্যে অন্যতম বাংলাদেশ। ১৯৯৬ সালের চ্যাম্পিয়ন শ্রীলংকা কিন্তু এবার সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে না। তাদের খেলতে হবে বাছাইপর্ব। একই ভাগ্য বরণ করতে হতে পারে ওয়েস্ট ইন্ডিজকেও।