ই-পেপার | শুক্রবার , ১০ মে, ২০২৪
×

জাতীয় স্লোগান ‘জয় বাংলা’র সঙ্গে ‘জয় বঙ্গবন্ধু’ অন্তর্ভুক্ত করতে হাইকোর্টের রুল

বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে জারি করা জয় বাংলার সঙ্গে জয় বঙ্গবন্ধু অন্তর্ভুক্ত করে গেজেট সংশোধন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মন্ত্রিপরিষদসচিব, আইনসচিব ও শিক্ষাসচিবকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চে এ রুল জারি করেন। এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল্লাহ আল হারুন ভূঁইয়া রাসেলসহ ১৩ আইনজীবী রিট করেন। তার আগে তাঁরা সরকারকে আইনি নোটিশ পাঠান। নোটিশের পর কোনো পদক্ষেপ না নেওয়ায় রিট করেন তাঁরা।

আইনজীবী হারুন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় জয় বাংলা এবং জয় বঙ্গবন্ধু স্লোগান একই সঙ্গে উচ্চারিত হয়েছে। দুটি আলাদা কোনো স্লোগান নয়, একই স্লোগান। তাই আমরা রিট করেছিলাম। আদালত শুনানি শেষে রুল জারি করেছেন।’