ই-পেপার | শনিবার , ১৮ মে, ২০২৪
×

সৌদি আরবে চট্টগ্রাম সমিতি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সৌদি আরব রিয়াদসহ পাশ্ববর্তি শহরে অবস্থানরত বৃহত্তর চট্টগ্রামের প্রবাসীদের নিয়ে চট্টগ্রাম সমিতি গঠনকল্পে এক মতবিনিময় সভা ২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাত ১০ এক্সিট ১৮ স্তেরেহা ইয়ানবীর একটি হলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সমিতি রিয়াদের ইঞ্জিনিয়ার তানভীর সিকান্দর’র সঞ্চালনায় শুরুতেই কোরআন তেলোয়াত করেন হাফেজ সাঈদ ইবনে সেলিম।

চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে বক্তব্য রাখেন ডাক্তার শেখ মমতাজুল ইসলাম বাপ্পি, বাংলাদেশের সামাজিক ও সেবামূলক সংগঠন “হাসি”র প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মুসলেহ উদ্দিন মুন্না, আজিজুল হক সিকদার, রিয়াদ দুতাবাসের অফিসার ড. সাদেক হোসেন, রিয়াদ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ শাখার ফাইন্যান্স ডিরেক্টর ইঞ্জিনিয়ার আমিনুল হুদা, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন পাভেল, বিশিষ্ট ব্যাংকার শহিদুল হক, সুরমা কিং কোম্পানির ম্যানেজার এনামুল হক, ইনভেস্টর নুর আলম, ইনভেস্টর মোহাম্মদ সোহেল উল্লাহ,

ইনভেস্টর ফেরদৌস আহমেদ, মোহনা টিভি রিয়াদ প্রতিনিধি, সাহিত্যিক ও নাট্যকার জাহাঙ্গীর আলম রিদয়, মোহাম্মদ ফয়েজ, মোহাম্মদ ইউছুপ, ইস্কান্দার সিকদার, আকতার হোসেন, রাসেদুল হাসান তালুকদার, ইদ্রিচ আলম চৌধুরী, নাজিম উদ্দীন তালুকদার, ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, মোজাফফর আহমেদ, আজিজ তালুকদার, রাশেদ চৌধুরী, হোসাইন সোহেল, জসিম উদ্দীন তালুকদার, দিদারুল আলম চৌধুরী তারেক, নজরুল ইসলাম বাবু, মাসুদ পারভেজ, আব্দুল্লাহ আল নোমান, বেলাল চৌধুরী, ইউনুছ চৌধুরী, আবদুল্লাহ আল রোমান,

মিজানুর রহমান, মুজিবুর রহমান, মোঃ ইরফান, সাহাব উদ্দীন, আবদুর রহমান লিটন, আলমগীর হোসেন, সিরাজুল মোস্তফা, ইঞ্জিনিয়ার হারুন, রমজান আলী, সোহেল হোসেন, কামাল উদ্দীন, নজরুল ইসলাম, নাজিম উদ্দিন, ফারুক সিকদার, মোঃ সাঈদ, মীর কাশেম চৌধুরী, জাকারিয়া সিকদার, মোঃ সেলিম উদ্দীন সহ রিয়াদস্থ চট্টগ্রাম এর বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। পরে ইঞ্জিনিয়ার তানভির সিকান্দরের নেতৃত্বে ইঞ্জিনিয়ার তানভির আহমেদকে আহ্বায়ক, আলহাজ্ব মোসলেহ উদ্দিন মুন্না ও সোহাইল উল্ল্যাহকে যুগ্ম আহ্বায়ক করে

২৪জন বিশিষ্ট একটি আহবায়ক কমিটি ঘোষনা করা হয় এবং চট্টগ্রামের তিনজন যথাক্রমে মোহাম্মদ নুর আলম, মোহাম্মদ সোহাইল উল্লাহ ও মোহাম্মদ ফেরদৌস সফল ব্যবসায়ী হিসেবে সৌদি আরবে ইনবেস্টর হওয়ায় চট্টগ্রামবাসীর পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উক্ত আহ্বায়ক কমিটির মাধ্যমে দ্রুত চট্টগ্রাম সমিতি রিয়াদ এর কার্যকরী কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।