ই-পেপার | শুক্রবার , ২৬ এপ্রিল, ২০২৪
×

বন্য হাতির পায়ে পিষ্ট পথচারী

কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে হাফেজ সাইফুল ইসলাম (৪০) নামে এক পথচারী মারা গেছেন।

রোববার রাত সাড়ে ৯টার দিকে চকরিয়ার নলবিলা বনবিট এলাকার চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে ইসলামনগর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হাফেজ সাইফুল ইসলাম ইসলামনগর এলাকার মুস্তাফিজুর রহমানের ছেলে। জানা যায়, রাতে সাইফুল ইসলাম কাজ শেষে বাড়ি ফেরার সময় ইসলামনগর বাদশারকাটা নামক এলাকায় পৌঁছলে একটি দল ছুট হাতির সামনে পড়ে।

তখন ওই হাতিরা সাইফুলকে পায়ে পিষ্ট করে চলে যায়। পরে স্থানীয় লোকজন গিয়ে দেখে সাইফুল বেচেঁ নেই। কৈয়ারবিল ইউনিয়নের চেয়ারম্যান মক্কি ইকবাল হোসেন সোমবার সকালে সমকালকে এসব তথ্য জানান। তিনি জানান, ব্যাপক ভাবে বন নিধন করে পাহাড়ে জনবসতি স্থাপন করায় হাতির চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। তাই মানুষ চলাচলের রাস্তায় মাঝে মাঝে হাতিরা চলে আসে। কক্সবাজার বন বিভাগের ফাঁসিয়াখালি রেঞ্জের দায়িত্বশীল কর্মকর্তা মিজানুর রহমান জানান, বন বিভাগ থেকে নিহত হাফেজ সাইফুলের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।