ই-পেপার | শনিবার , ৪ মে, ২০২৪
×

শঙ্খ নদী থেকে বালু উত্তোলন, জরিমানা

আনোয়ারায় শঙ্খ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে জাহেদুল হক নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৪ ডিসেম্বর) রাতে শঙ্খ নদীতে এ অভিযান চালানো হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ্ আল মুমিনের নেতৃত্বে এ সময় উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে পৃথক অভিযানে লাইন্সেসবিহীন গাড়ি চালানোর দায়ে আবুল কাশেমের পুত্র মোহাম্মদ রুবেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ্ আল মুমিন বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিল একটি মহল। পরে বিভিন্ন জায়গা থেকে একাধিক অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের খননযন্ত্রটি জব্দ করা হয়। অপরাধ স্বীকার করায় জাহেদুল হককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।