ই-পেপার | মঙ্গলবার , ৭ মে, ২০২৪
×

দগ্ধ চিকিৎসকের চিকিৎসার খোঁজ নিলেন স্বাস্থ্যমন্ত্রী 

ঢাকা অফিস :

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস): প্রাক্তন স্বামীর দেওয়া আগুনে দগ্ধ চিকিৎসক ডা. লতা আক্তারকে দেখতে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে গিয়েছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
স্বাস্থ্যমন্ত্রী আজ মঙ্গলবার বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন লতা আক্তারকে দেখতে যান এবং চিকিৎসার খোঁজ নেন।
পুরো ঘটনা শুনে ঘটনাটিকে অত্যন্ত দু:খজনক বলে অভিহিত করেন স্বাস্থ্যমন্ত্রী।
উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ডা. লতা আক্তার ভর্তি হন। তাঁর দেহ ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। লতার সাবেক স্বামী খলিলুর রহমান তার গায়ে আগুন দিয়েছেন। লতার গায়ে আগুন দেয়ার পর তার প্রাক্তন স্বামী নিজের গায়েও আগুন দেয়। তিনি সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।