ই-পেপার | বৃহস্পতিবার , ২ মে, ২০২৪
×

আমরা পরনির্ভরশীল হতে চাই না: শিল্পমন্ত্রী

ঢাকা অফিস :

আমরা পরনির্ভরশীল হতে চাই না, নিজেরা উৎপাদন করতে চাই। ব্যবসায়ী যারা আছেন বিনিয়োগের উদ্যোগ নিন, আমরা সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করবো।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইন্টারন্যাশনাল ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো- ২০২৪ উপলক্ষে ‘ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড অপরচুনিটিস ইন ফায়ার সেফটি সেক্টর অব বাংলাদেশ’ শীর্ষক এক টেকনিক্যাল সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ অনেক দূর এগিয়ে গিয়েছে। ১৯৭১ সালে যাত্রার পর অনেক চড়াই-উৎরাই পেরিয়ে আজ এ পর্যায়ে এসেছে। ফায়ার সেফটি ইকুইপমেন্টের সেক্টরটিও অনেক চড়াই-উৎরাই পেরিয়ে আজ এ পর্যায়ে এসেছে। বাংলাদেশে এর বিশাল বাজার সৃষ্টি হয়েছে, এর সঙ্গে বিনিয়োগের সম্ভাবনাও তৈরি হয়েছে। এটাই সঠিক সময় বিনিয়োগের।

তিনি বলেন, মধ্যসত্ত্বভোগী ফড়িয়ারা আর কতো খাবে? আমরা নিজেরা কিছু করতে চাই। আমাদের জীবনযাত্রার মান অনেক উন্নতি হয়েছে। এখন যেমন অনেক ইন্ডাস্ট্রি হচ্ছে, ফায়ার সেফটি ইকুইপমেন্টের ব্যবহার ও প্রয়োজনীয়তা বাড়ছে। আমাদের সক্ষমতা রয়েছে, মানবসম্পদ আছে। আমরা যেকোনো দেশের সঙ্গে টেক্কা দিয়ে এখানে ইন্ডাস্ট্রি করতে পারি। তাই আমরা আহ্বান জানাবো এখানে বিনিয়োগের।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আরও বলেন, আমরা উৎপাদনে যেতে চাই। যেহেতু সুযোগ আছে, আমরা সুযোগটা নিতে চাই। এখানে এতো বড় বাজার, তাই আর পরনির্ভরশীল থাকতে চাই না। ব্যবসায়ী যারা আছেন তারা উদ্যোগ নিন। আমাদের বাজার আছে এখানে বিনিয়োগ করুন। আমরা বাজারটাকে হারাতে চাই না, কাউকে একচেটিয়া ব্যবসা করতে দিতে চাই না।

এ খাতে বিনিয়োগে আগামী দিনে সরকার, ব্যক্তিগত ও মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবাই প্রকার সহায়তা দেওয়ার আশ্বাস দেন মন্ত্রী।

অনুষ্ঠানে বক্তব্য দেন ইসাবের সভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক মোহাম্মদ নিয়াজ আলী চিশতি, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অতিরিক্ত সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম প্রমুখ।

আজ রোববার শুরু হয়ে এ আয়োজন চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এক্সপোর আয়োজন করছে ইলেক্ট্রনিকস সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব)।