ই-পেপার | শনিবার , ৪ মে, ২০২৪
×

কক্সবাজারের কলাতলীতে প্রশাসনের নাকের ডগায় রাতারাতি পাহাড় কেটে প্লট করছেন টুয়াকের সেক্রেটারি

কক্সবাজার প্রতিনিধি : :
কক্সবাজার শহরের কলাতলির এলাকায় পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণের প্রস্তুতি নিচ্ছে টুয়াকের সাধারণ সম্পাদক। গত দুই রাত স্কেবেটর দিয়ে পাহাড় কেটে সাবাড় করা হচ্ছে। ফলে পরিবেশ ধ্বংসের পাশাপাশি বর্ষায় পাহাড় ধসের আশংকা করছেন স্থানীয়রা। পাহাড় কর্তনকারী প্রভাবশালী হওয়ায় কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। জানা যায়, কলাতলির হোটেল আইল্যান্ডডিয়া সড়কের শেষ প্রান্তে সবুজ পাহাড় কেটে ভবন নির্মাণের জন্য প্রস্তুতি নিচ্ছেন টুয়াকের সাধারণ সম্পাদক নুরুল কবির পাশা। ইতোমধ্যে বিশাল পাহাড় কেটে সাবাড় এবং পাহাড় কাটার চিহ্ন ঢাকতে কালো পলিথিন দিয়ে চারপাশে বাঁশের বেড়া দিয়ে কৌশলে পাহাড় কেটে দালান নির্মাণের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। পাহাড় কর্তনকারী কলাতলির হোটেল আইল্যান্ডডিয়ার মালিক ও টুয়াকের সাধারণ সম্পাদক নরুল কবির পাশা। যিনি নিজেকে প্রভাবশালী হিসেবে পরিচয় দেন। অন্যদিকে, পাহাড় কাটার কারণে কলাতলির উচুঁ পাহাড় ধ্বংস হয়ে যাচ্ছে। আগামী বর্ষায় ভয়াবহ পাহাড় ধসের আশংকা করছেন এলাকাবাসী। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে টুয়াকের সাধারণ সম্পাদক নুরুল কবির পাশা বলেন, পাহাড় কাটা হচ্ছে না। আমি ৯ তলা ভবন করার জন্য প্রস্তুতি নিচ্ছি। পাহাড় কেটে ভবনের অনুমোদনের কথা জানতে চাইলে তিনি ফোন কেটে দেন। এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর ্ও বন বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি ও পরিবেশ সংগঠনের নেতারা। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের ১৯৯৫(১৯৯৫ সনের ১নং আইন) এ বলা আছে, পাহাড় কাটা সম্পর্কে বাধা-নিষেধ। কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক সরকারী বা আধা-সরকারী বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের মালিকানাধীন বা দখলাধীন বা ব্যক্তিমালিকানাধীন পাহাড় ও টিলা কর্তন ও /বা মোচন করা যাইবে না।