ই-পেপার | বৃহস্পতিবার , ২ মে, ২০২৪
×

বিএনপি ও আওয়ামীলীগের অবৈধ সম্পদ অর্জনকারী মাফিয়াদের গ্রেফতার অভিযান পরিচালনা করুন,দেশপ্রেমিক রাজনীতিবিদদের নিরাপত্তা দিন

মিজানুর রহমান চৌধুরীঃ


অবৈধ সম্পদ অর্জনকারী সর্বদলীয় সিন্টিকেট সকলকে গ্রেফতার করতে হবে। ইতিমধ্যে রাজনৈতিক উত্তেজনার কারণে নানা ধরনের সন্ত্রাসের অভিযোগের ভিত্তিতে রাজনৈতিক লুটপাটের মাধ্যমে সম্পদ অর্জনকারী অনেক বিএনপি নেতা গ্রেফতার করা হয়েছে এবং এ গ্রেফতার অভিযান অব্যহত আছে। যেহেতু আন্দোলন চলছে সেহেতু গ্রেফতারও অব্যাহতভাবে চলবে এটাই প্রধানমন্ত্রীর নির্দেশনা। রাজনৈতিক কারণে সাধারণ দেশপ্রেমিক নেতৃত্বদানকারী নেতাদের গ্রেফতার গণতান্ত্রিক সমাজে কারো কাম্য হতে পারে না। আর রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগে গ্রেফতারকালে বিএনপির অবৈধ সম্পদ অর্জৃনকারীদের আরো ব্যাপকভাবে গ্রেফতার করুন। সাথে সাথে আওয়ামী লীগের ভিতরে অবস্থানকারী অবৈধ সম্পদ অর্জনকারীদের গ্রেফতার করুন। আমাদের দেশের দূর্ভাগ্য যে একটি মাফিয়া সিন্ডিকেট এদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে। অপরাধী চক্রকে নিয়ন্ত্রণ করছে। সমাজে ও রাষ্ট্রে বিভেদ সৃষ্টির মধ্যেমে ঝগড়া সৃষ্টি ও মিথ্যা মামলা সৃষ্টির মধ্যমে নিরীহ জনগোষ্ঠীর সম্পদ দখল করে সর্বস্ব লুটে নিচ্ছে। এরা সব দলে সবসময় অবস্থান করছে। সরকার সুষ্ঠুভাবে পরিচালিত করতে এদের বিরুদ্ধেই আগে সোচ্চার হতে হবে। এদের সকল সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। বিএনপি-আওয়ামীলীগের তৃণমূল পর্যন্ত অবৈধ সম্পদ অর্জনকারীরা পদ পদবী নিয়ে জাতে উঠেছে।এদের সম্পর্কে অতীতে বিএনপি-জামাতের সাথে সরাসরি সংযুক্ত থেকে নানা রকম অপকর্ম ও অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। চাঞ্চল্যকর অভিযোগ হচ্ছে যারা জামাত ইসলামীর সিন্ডিকেটের সাথে ব্যবসা করেছে তারা বিএনপি ও আওয়ামীলীগের আমলে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। দুর্নীতিবাজ, অবৈধসম্পদ অর্জনকারীদের ছলেবলে কৌশলে রাজনীতিকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজের আখের গোছানোর এই ধারায় কুঠারাঘাত করতে হবে। এইসব রাজনৈতিক ব্যবসায়ী ও দুর্নীতিবাজদের প্রশ্রয় না দিলে দেখা যাবে সাধারণ দুনীৃতিবাজরা সতর্ক হয়ে যাবে। তারা আর দুর্নীতির অরণ্যে ঘোরাফেরার কথা ভুলেও চিন্তা করবেন না। এভাবেই স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব।