ই-পেপার | বৃহস্পতিবার , ২ মে, ২০২৪
×

চিটাগাং চেম্বারের ১১ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের ভারত সফর

ভারতের কলকাতাস্থ বেঙ্গল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (বিসিসিআই)’র আমন্ত্রণে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি ওমর হাজ্জাজ’র নেতৃত্বে ১১ সদস্যবিশিষ্ট এক বাণিজ্য প্রতিনিধিদল ২৭ সেপ্টেম্বর ২০২৩ ইং সকালে চট্টগ্রাম ত্যাগ করেন। সফরকালে প্রতিনিধিদল বেঙ্গল চেম্বারের আয়োজনে ২ (দুই) দিনব্যাপী “ইন্দো-প্যাসিফিক ইকোনমিক কনক্লাভ” এ অংশগ্রহণ করবেন। ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য কনক্লাভের ১ম দিনে বিশেষ আলোচনা পর্ব- চেম্বার অব কমার্স ইনেশিয়েটিভস ক্রিয়েটিং পার্টনারশীপস এ চিটাগাং চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করবেন।

ভারতের সরকারি বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাসহ যুক্তরাস্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, কোরিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, নেপাল, ভুটান, তাইওয়ান ইত্যাদি দেশের ব্যবসায়ী ও প্রতিনিধি এতে অংশগ্রহণ করবেন। একইদিন চিটাগাং চেম্বার প্রতিনিধিদল দ্বি-পাক্ষিক ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ, বাজার সম্প্রসারণ, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে কলকাতায় ভারতীয় বিভিন্ন সেক্টরের ব্যবসায়ীদের সাথে বিটুবি ম্যাচ মেকিং এ মিলিত হবেন। ২৯ সেপ্টেম্বর বেঙ্গল চেম্বারের অন্যান্য অনুষ্ঠানমালায় চিটাগাং চেম্বার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করবেন এবং আগামী শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ ইং দেশে ফিরবেন।

চেম্বার প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হচ্ছেন-চেম্বার পরিচালকবৃন্দ এ. কে. এম. আক্তার হোসেন, মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), অঞ্জন শেখর দাশ, মাহফুজুল হক শাহ, বেনাজির চৌধুরী নিশান, নাজমুল করিম চৌধুরী শারুন, মোহাম্মদ আদনানুল ইসলাম, মোহাম্মদ মনির উদ্দিন, ওমর মুক্তাদির এবং চেম্বার সেক্রেটারী ইনচার্জ প্রকৌশলী মোহাম্মদ ফারুক।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট