ই-পেপার | শুক্রবার , ৩ মে, ২০২৪
×

২৮ সেপ্টেম্বর ইদে মিলাদুন্নবী ও জশনে জুলুস

খবর বিজ্ঞপ্তি:

পবিত্র ইদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে চট্টগ্রামে ৫১ তম জশনে জুলুস ও বর্ণাট্য শোভাযাত্রা অনুষ্ঠিত হতে যাচ্ছে। চট্টগ্রাম ‘আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টে’র উদ্যোগে পবিত্র ইদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আগামী ১২ ই রবিউল আওয়াল, ২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), বিশ্বের ন্যায় বাংলাদেশের চট্টগ্রামেও যথাযথা মর্যাদায় ‘জশনে জুলুস’ উদযাপন করা হবে।

২১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২ টায়, চট্টগ্রাম প্রেসক্লাব ভবনের এস রহমান হ’লে জশনে জুলুস আয়োজন ও উদযাপন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন করেন ‘আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’।

ট্রাস্টে’র পক্ষ থেকে লিখিত বক্তব্যে বলেন, ১৯৭৬ থেকে ১৯৮৬ ইং সাল পর্যন্ত গাউসে জামান তৈয়্যব শাহ হুজুরের নেতৃত্বে জশনে জুলুস জন সমুদ্রে রূল নিতে থাকে। ১৯৭৮ থেকে তিনি বাংলাদেশে আর আসেনি। এরপর থেকে জুলুসের নেতৃত্বে আসেন তাঁরই সাজ্জাদাশীন হুজুর কেবলা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লুহুল আলী।

মাঝখানে কয়েকবার ছাড়া অন্তত ৩৪ টি জুলুসের নেতৃত্বে ছিলেন হযরত আল্লামা তাহের শাহ হুজুর। ৫১ তম এবার হবে তার ৩৫ তম নেতৃত্ব। গতবারের ৫০ তম জুলুসের ন্যায় তাঁর সাথে থাকবেন আলীয়া কাদেরিয়া সিরিকোট শরীফের অপর সাজ্জাদাশীন পীর আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ মাদ্দাজিল্লুহুল আলী ও শাহজাদা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাশেম শাহ্।

ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, বিগত জুলুসে অর্ধকোটি মানুষের সমাগম হলেও এ বছর উপস্থিতির সংখ্যা রেকর্ড ছাড়াবে বলে আশা করছে। কারণ জুলুশ এখন চট্টগ্রামের ঐতিহ্য হিসেবে রূপ নিয়েছে। চট্টগ্রামে ইতিহাস জুলুশ এক অনবচ্ছেদ্য কালচারের বহিঃপ্রকাশ। মানুষ চাই এটি শুধু চট্টগ্রামের ঐতিহ্য হিসেবে নয় বরং বিশ্ব ঐতিহ্যে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্থান পাক। গিনেজ বুক অব ওয়ার্ল্ডে স্থান পেলে শুধু বাংলাদেশকে নয় চট্টগ্রামকেও সম্মানিত করবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ আমির হোসেন সোহেল, সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ।

জুলুস প্রদক্ষিণের রাস্তাসমূহ (রোড ম্যাপ):

আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (মাঃ জিঃ আঃ)’র নেতৃত্বে প্রধান মেহমান আপ্লামা পীর সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (মাঃ আঃ) ও বিশেষ মেহমান সাহেবজাদা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসিম শাহ (মাঃ জিঃ আঃ)’র অংশগ্রহণে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) র জশনে জুলুস’২৩ ইং বৃহস্পতিবার সকাল ৮ টায়, চট্টগ্রাম ষোলশহরস্থ ‘জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া হতে আরম্ভ হয়ে বিবিরহাট, মুরাদপুর, মির্জারপুল, কাতালগঞ্জ হয়ে অলিখাঁ মসজিদ চকবাজার, প্যারেড ময়দানের পশ্চিম পার্শ্ব হয়ে চট্টগ্রাম কলেজ, গণি বেকারী (ডানে মোড়), খাস্তগীর স্কুল (ডানে মোড়), শহীদ সাইফুদ্দীন খালেদ রোড, আসকার দিঘীর পাড়, কাজীর দেউরী ( ডানে মোড়), আলমাস (বামে মোড়), ওয়াসা (ডানে মোড়), জিইসি, ২ নম্বর গেইট প্রদক্ষিণ পূর্বক পুনরায় মুরাদপুর, বিবির হাট হয়ে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন জুলুস ময়দানে জমায়েত হয়ে দুপুর ১২টায় মাহফিল ও যোহরের নামাজ শেষে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে জুলুস কর্মসূচি সমাপ্তি হবে ।