ই-পেপার | সোমবার , ৬ মে, ২০২৪
×

ওপেন হার্ট সার্জারিতে এপোলো ইম্পেরিয়ালে’র সাফল্য

১০ জনেরও বেশি রোগীর ওপেন হার্ট সার্জারি করে সফলতা  অর্জন করেছে চট্টগ্রাম নগরীর বিশ্বমানের হাস্পাতাল ‘এপোলো ইম্পেরিয়াল হসপিটাল’।

২০ সেপ্টেম্বর (বুধবার), দুপুর ১২ টায় হাস্পাতালের অডিটোরিয়ামে হার্ট সচেতনতামূলক ‘স্পন্দন’ নামে একটি ওয়েবসাইট উদ্বোধনের মধ্য দিয়ে ওপেন হার্ট সার্জারিতে সাফল্য অর্যনকারী রোগীদের নিয়ে এক সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি ছিলেম নন্দিত আঞ্চলিক দৈনিক আজাদী’র সম্পাদক এম এ মালেক। এ সময় তিনি বলেন, হার্টের চিকিৎসা এখন আমাদের হাতের নাগালে। হার্ট সচেতনতা মূলক ‘স্পন্দন’ ওয়েবসাইটটির মধ্য দিয়ে হৃদ রোগীদের জন্য এক নব দিগন্ত উন্মোচন হলো’।

 সেমিনারে উপস্থিত ছিলেন এপোলো ইম্পেরিয়াল হসপিটালের চেয়ারম্যান ওয়াহিদ মালেক, ব্যবস্থাপনা পরিচালক নাফিদ নবী,সিইও ডা: আনাদ এন রাও, সিএমও ডা: প্রকাশ কেএন, হেড অব অপারেশন রিয়াজ হোসেন, কনসালটেন্ট সার্জন ডা: শাখাওয়াত হোসেন শাকিল, ডা: আমানুর রহমান, ডা: সাইফুর রহমান সোহেল প্রমুখ।