ই-পেপার | শুক্রবার , ৩ মে, ২০২৪
×

দুর্গাপূজায় আইন-শৃঙ্খলার বিষয়টি শক্ত হাতে মনিটরিং করা হবে: ডিসি ফখরুজ্জামান

চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি)ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে পালনের লক্ষ্যে সকলের মাঝে সম্প্রীতি বজায় রেখে আইন-শৃঙ্খলার বিষয়টি শক্ত হাতে মনিটরিং করা হবে। দুর্গাপূজা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে কেউ যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে জনপ্রতিনিধিদের সহযোগিতায় সমাজের সকল স্তরের মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হবে। পাশাপাশি মাদকবিরোধী ও চোরাচালানের রুটে টাস্কফোর্সের অভিযান জোরদার করনা হবে। আজ ১০ সেপ্টেম্বর রোববার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় মালিমিডিয়ার মাধ্যমে বিগত আগস্ট/২৩ মাসের খাতওয়ারী অপরাধ চিত্র তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তানভীর-আল-নাসীফ।

গোয়েন্দা নজরদারি বাড়িয়ে মাদকের চোরাচালান রোধে অভিযান জোরদার করতে বিজিবি, কোস্ট গার্ড, পুলিশ বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতি অনুরোধ জানিয়ে ও এ বিষয়ে গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক বলেন, আমাদেরকে যে কোনভাবে মাদক নির্মূল করতে হবে। অভিযানের সময় অবশ্যই মাদক টেস্টিং সাথে রাখার জন্য মাদকের উপপরিচালককে অনুরোধ করেন তিনি।

দ্রব্যমূল্যের উর্ধগতি রোধে প্রত্যেক ব্যবসায়ীকে বাধ্যতামূলক মূল্য তালিকা প্রদর্শন করার সিদ্ধান্ত বাস্তবায়ন প্রসঙ্গে চেম্বার অব কমার্সের পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন বলেন, কোন অসাধু ব্যবসায়ী যদি মূল্য তালিকা প্রদর্শন না করে পণ্য বাবদ মানুষের কাছ থেকে অধিক মূল্য আদায়ের মাধ্যমে ব্যবসায়ীদের সুনাম নষ্ট করে তাহলে এর দায় ব্যবসায়ী সমাজ মেনে নিবেনা। নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে নিয়ন্ত্রণ করার বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রামকে অনুরোধ জানান তিনি।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ বিপিএম (সেবা), বিজিবি প্রতিনিধি মোঃ আফছার, র‌্যাব প্রতিনিধি লেঃ কমান্ডার তৌফিক, কোস্টগার্ড প্রতিনিধি মোঃ ইফতেখার, নেভী প্রতিনিধি শরীফ আল মামুন, এনএসআই’র যুগ্ম পরিচালক মোহাম্মদ মাজহারুল ইসলাম, জেলা পিপি এডভোকেট মোহাম্মদ মহসিন, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, জেলার ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম সরওয়ার কামাল দুলু, সিএমপি’র এসি (ক্রাইম) নূরে আলম মাহমুদ,চেম্বারের পরিচালক অহিদ সিরাদ চৌধুরী স্বপন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবদুল মান্নান, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার (রাঙ্গুনিয়া), হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব (ফটিকছড়ি), মোঃ আবদুল জব্বার চৌধুরী (চন্দনাইশ), তৌহিদুল হক চৌধুরী (আনোয়ারা), চৌধুরী মোঃ গালিব সাদলী (বাঁশখালী), উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন (বোয়ালখালী), মাহফুজা জেরীন (মিরসরাই), কে এম রফিকুল ইসলাম (সীতাকু-), মোঃ আতিকুল মামুন (পটিয়া), আতাউল গণি ওসমানী (রাঙ্গুনিয়া), স¤্রাট খীসা (সন্ধীপ), আবদুস সামাদ সিকদার (রাউজান), ইশতিয়াক ইমন (আনোয়ারা), মোঃ শরীফ উল্লাহ (লোহাগাড়া), মাহমুদা বেগম (চন্দনাইশ), মিল্টন বিশ্বাস (সাতকানিয়া), জেসমিন আক্তার (বাঁশখালী), এবিএম মশিউজ্জামান (হাটহাজারী), মোঃ মামুনুর রশিদ (কর্ণফুলী), সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, দোহাজারী পৌর মেয়র মোহাম্মদ লোকমান হাকিম, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাধবী বড়–য়া, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফরিদুল আলম, জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা প্রমূখ। সভায় সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রতিনিধি ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।