ই-পেপার | শুক্রবার , ৩ মে, ২০২৪
×

চট্টগ্রামে ঈদের ছুটিতে যেসব শিল্পাঞ্চল ও বাণিজ্যিক এলাকায় খোলা থাকবে ব্যাংক

ঈদুল আজহার আগে সরকারি ছুটির মধ্যেও চট্টগ্রামে বেশকিছু শিল্পাঞ্চল ও বাণিজ্যিক এলাকায় ব্যাংক খোলা থাকবে। অর্থাৎ, ২৭ ও ২৮ জুন পোশাক কারখানার শ্রমিক, কর্মচারী-কর্মকর্তাদের বেতন-ভাতা দেওয়া এবং রপ্তানি বিল কেনার সুবিধার্থে সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম সূত্রে জানা গেছে, ঈদুল আজহার আগে আগামী ২৭ ও ২৮ জুন চট্টগ্রামে বন্দর, ইপিজেড, নাসিরাবাদ, বায়েজিদ, কালুরঘাট, হাটহাজারী, কর্ণফুলী, সীতাকুণ্ড, অক্সিজেন, ফৌজদারহাট, বার আউলিয়া, কুমিরা এলাকার ব্যাংকসমূহ খোলা থাকবে। এসব এলাকায় ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। অফিস কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

বুধবার (২১ জুন) কেন্দ্রীয় ব্যাংকের জনস্বার্থে জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, সমুদ্র, স্থল, বিমান বন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা, বুথ সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা চালু রাখার বিষয়ে ২০১৯ সালের ৫ আগস্ট জারিকৃত ডিওএস সার্কুলার অনুসারে স্থানীয় প্রশাসনসহ বন্দর, কাস্টমস কর্তৃপক্ষের সাথে আলোচনাক্রমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।