ই-পেপার | রবিবার , ১৯ মে, ২০২৪
×

খলিলুর রহমান চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের ফের সভাপতি নির্বাচিত

টানা ৬ষ্ঠ বারের মতো সভাপতি হলেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান জনাব খলিলুর রহমান। বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হলেন ৪৩ জন পরিচালক। আজ শনিবার (১০ জুন )’২৩ইং, দুপুর ১২ঘটিকায়, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র (২০২৩-২০২৪-২০২৫) সালের জন্য নির্বাচিত পরিচালকবৃন্দ, সিএমসিসিআই ইলেকশান বোর্ড (২০২৩-২০২৪-২০২৫) এর উপস্থিতিতে সিএমসিসিআই মিলনায়তনে অফিস বিয়ারার নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ মুসা সিকদার, সদস্য অধ্যক্ষ আবু তৈয়ব, সদস্য সহকারী অধ্যক্ষ মিসেস হাসিনা খানম এবং নির্বাচন আপীল বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সরওয়ার জাহান ও সদস্য অধ্যক্ষ মিসবাহুর রহমান উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনার নব নির্বাচিত পরিচালকদের নাম ঘোষনা করেন

  • ১)জনাব খলিলুর রহমান
  • ২) জনাব শওকত আলী চৌধুরী
  • ৩)জনাব সাইফুল আলম মাসুদ
  • ৪)জনাব এ.এম. মাহবুব চৌধুরী
  • ৫) জনাব এম.এ.মালেক
  • ৬) জনাব মোহাম্মদ আব্দুস সালাম
  • ৭) জনাব জসিম উদ্দিন চৌধুরী
  • ৮)জনাব আব্দুস সামাদ লাবু
  • ৯) জনাব মো: সাহাবউদ্দিন আলম
  • ১০) জনাব আবুল বাশার চৌধুরী
  • ১১) জনাব মোহাম্মদ আব্দুল আউয়াল
  • ১২)জনাব মোহাম্মদ আমিনুজ্জামান ভূঁইয়া
  • ১৩) জনাব শফিক উদ্দিন
  • ১৪) জনাব আবুল কালাম
  • ১৫)ডা. মহসিন জিল্লুর করিম
  • ১৬)জনাব সেলিম রহমান
  • ১৭)ইকবাল হোসেন চৌধুরী
  • ১৮) জনাব মোহাম্মদ নূরুল আবছার
  • ১৯)জনাব মো. ফেরদৌস ওয়াহিদ
  • ২০) প্রফেসর আহসানুল আলম পারভেজ
  • ২১)জনাব এস.এম. শামীম ইকবাল
  • ২) জনাব এইচ.এম. হাকিম আলী
  • ২৩)জনাব নাদের খান
  • ২৪)প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী
  • ২৫)জনাব সৈয়দ নূরুল ইসলাম
  • ২৬) জনাব লিয়াকত আলী চৌধুরী
  • ২৭) জনাব মোহাম্মদ এনামুল হক
  • ২৮) ইঞ্জিনিয়ার মো: সাখাওয়াত হোসেন
  • ২৯) হাজী এম.এ. মালেক
  • ৩০) জনাব এস.এম.আব্দুল হাই
  • ৩১)জনাব সৈয়দ মোহাম্মদ আবু তাহের
  • ৩২) আলহাজ¦ মোহাম্মদ শফি
  • ৩৩)জনাব আবু সাঈদ চৌধুরী
  • ৩৪)জনাব ডব্লিউ.আর.আই মাহমুদ রাসেল
  • ৩৫)জনাব মোহাম্মদ মহসিন
  • ৩৬)মিসেস সুলতানা শিরিন আক্তার
  • ৩৭)জনাব মোহাম্মদ দিদারুল আলম
  • ৩৮)জনাব আমির আলীহোসেন
  • ৩৯)জনাব আহমেদুল হক
  • ৪০)জনাব এম. সোলায়মান, এফসিএমএ
  • ৪১) জনাব সৈয়দ নজরুল ইসলাম
  • ৪২)জনাব অজিত কুমার দাশ
  • ৪৩) জনাব বোরহানুল এইচ চৌধুরী।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট