চট্টগ্রাম   শনিবার, ২৭ এপ্রিল ২০২৪  

শিরোনাম

চিটাগাং চেম্বারের সাথে নেদারল্যান্ডস্থ বাংলাদেশ দূতাবাসের আলোচনা সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:৫৫ পিএম, ২০২০-১১-০১

চিটাগাং চেম্বারের সাথে নেদারল্যান্ডস্থ বাংলাদেশ দূতাবাসের আলোচনা সভা অনুষ্ঠিত 

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম’র সাথে নেদারল্যান্ডস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ ২৯ অক্টোবর সন্ধায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এক আলোচনা সভায় মিলিত হন। এ সময় ব্রাসেলস মিশনের উপ প্রধান ও মিনিস্টার-পলিটিক্যাল ফায়াজ মুরশিদ কাজী, চেম্বার পরিচালকবৃন্দ এ. কে. এম. আক্তার হোসেন, এস. এম. আবু তৈয়ব, অঞ্জন শেখর দাশ, বেনাজির চৌধুরী নিশান, মোঃ আবদুল মান্নান সোহেল, সৈয়দ মোহাম্মদ তানভীর ও সাকিফ আহমেদ সালাম, নেদারল্যান্ডস’র বাংলাদেশী ব্যবসায়ী আশরাফুল হুদা ও লিটন, চেম্বার সেক্রেটারী ইনচার্জ প্রকৌশলী মোহাম্মদ ফারুক এবং বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স’র সিইও মোঃ ওয়াসফি তামিম অংশগ্রহণ করেন। 
চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন-নেদারল্যান্ড কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে গ্লোবাল লিডার। বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ড দূতাবাসের সাথে চিটাগাং চেম্বারের চমৎকার সম্পর্ক রয়েছে। তিনি বিনিয়োগের ক্ষেত্রে মিরসরাই ইকনোমিক জোনসহ চট্টগ্রামের ভৌগোলিক সুবিধা উল্লেখপূর্বক বাস্তবায়নাধীন ১০০টি ইকনোমিক জোনে বিনিয়োগ আকর্ষণের উপর গুরুত্বারোপ করেন। এক্ষেত্রে চিটাগাং চেম্বারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন। বিনিয়োগকারী এবং নেদারল্যান্ডস’র সাথে বাণিজ্যিক কর্মকান্ড পরিচালনাকারী ব্যবসায়ীরা চট্টগ্রাম বন্দর সংক্রান্ত যে কোন বিষয়ে এই চেম্বারকে তাদের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে পারে। চেম্বার সভাপতি সংশ্লিষ্ট সমস্যা সমাধানে নেদারল্যান্ডস, বেলজিয়াম এবং লুক্সেমবার্গের বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের জন্য একটি ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাব করেন যাতে করে প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা যায়।
রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ বলেন-ডাচ্ ব্যবসায়ীরা জ্ঞাননির্ভর শিল্প যেমনঃ উদ্ভাবন, পদ্ধতি ও প্রক্রিয়াগত উন্নয়ন, প্রযুক্তি, সৃষ্টিশীল অর্থায়ন প্রকল্প ইত্যাদিতে বিনিয়োগ করতে ইচ্ছুক। আধুনিক সমাধানের মাধ্যমে শিল্পায়নের অগ্রগতিতে ত্বরান্বিত করতে তাঁরা অত্যন্ত আগ্রহী। ডাচ্  বিনিয়োগকারীরা টেকনিক্যাল ক্ষেত্রে বিশেষ করে ছোট কিন্তু জটিল পদ্ধতিগত উন্নয়ন, আইসিটি, ইন্ডাস্ট্রিয়াল কম্পোন্যান্ট ম্যানুফেকচারিং ইত্যাদিতে বিনিয়োগ করতে চায়। তাই বিনিয়োগ আকর্ষণে আমাদের উপস্থাপনায় প্রয়োজনীয় পরিবর্তন জরুরী। এক্ষেত্রে যৌথ বিনিয়োগ ও সহায়তার লক্ষ্যে সুনির্দিষ্ট বিনিয়োগ প্রস্তাব তৈরী করতে হবে। ডাচ্রা নির্ভরযোগ্য ব্যবসায়িক অংশীদার চান। বাংলাদেশে বিনিয়োগ সুরক্ষা এবং মেধাসত্ত্ব রক্ষার ক্ষেত্রে আইনের প্রয়োগ কতটা প্রাধান্য পায় সে ব্যাপারে তাঁরা অনেক বেশী সংবেদনশীল। 
ফায়াজ মুরশিদ কাজী বলেন-বর্তমান বিশ্ব মহামারীর প্রেক্ষাপটে ইউরোপিয়ান ইউনিয়ন জলবায়ু পরিবর্তন, সংরক্ষণ এবং পরিবেশ রক্ষার ক্ষেত্রে অনেক বেশী গুরুত্ব দিচ্ছে যা তাদের ভবিষ্যৎ অর্থনীতি এবং আন্তর্জাতিক বাণিজ্য নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে এবং টেকসই সার্কুলার ইকনোমি সৃষ্টিকে প্রাধান্য দেয়া হবে। ‘এ ইউরোপিয়ান গ্রীন ডিল’ নামে একটি চুক্তি স্বাক্ষর করা হয়েছে। এ প্রেক্ষাপটে ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নীতিমালা প্রতিনিয়তঃ পরিবর্তিত হচ্ছে। ইউরোপের দেশসমূহের অভ্যন্তরীণ পরিবেশ দূষণ হ্রাস করা এবং একই সাথে কিভাবে আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যে পরিবেশ দূষণ হ্রাস করা যায় সে ব্যপারে কাজ করছে ইউরোপিয়ান কমিশন। তাই এসব নীতিগত পরিবর্তনের কারণে টেক্সটাইল, প্লাষ্টিক এবং আইসিটি খাত সরাসরি প্রভাবিত হতে পারে বলে তিনি জানান। 
চেম্বার পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর বলেন-২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অবদান রাখার লক্ষ্যে বিভিন্ন দূরদৃষ্টিসম্পন্ন কার্যক্রম শুরু করেছে চিটাগাং চেম্বার। কাজেই এই প্রয়াসে সহায়ক যে কোন কর্মকান্ডে অত্র চেম্বার অংশগ্রহণে অঙ্গীকারবদ্ধ। অনেক ক্ষেত্রে যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে উল্লেখ করে চিটাগাং চেম্বার কিভাবে ডাচ্ এবং অন্যান্য ই¦উরোপীয় বিনিয়োগকারীদের সহযোগিতা করতে পারে তার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা ও লক্ষ্যস্থির করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।  
আশরাফুল হুদা অবহিত করেন যে, তাঁরা বঙ্গবন্ধু শিল্প নগরে বাই-সাইকেল ইন্ডাস্ট্রি করার জন্য ১০ একর জমি কিনেছেন। কিন্তু সম্প্রতি ১৫% ভ্যাট এবং ৫% সার্ভিস চার্জ আরোপ করা বিদেশী বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে সরকারি সহায়ক কর্মকান্ডের সাথে সংগতিপূর্ণ নয়।   
আলোচনাকালে বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স’র কর্মকান্ড সম্পর্কে তথ্যচিত্র উপস্থাপন করেন সিইও মোঃ ওয়াসফি তামিম। বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং লুক্সেমবার্গের জন্য একটি ট্রেড ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম গঠন নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। 

রিটেলেড নিউজ

সলিমপুরে নজরদারি বাড়াতে কার্যালয় খুলছে প্রশাসন

সলিমপুরে নজরদারি বাড়াতে কার্যালয় খুলছে প্রশাসন

স্টাফ রিপোর্টার : : নতুন করে কোনো বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে না। সলিমপুরে পাহাড় ব্যবস্থাপনার জন্য, কর্মকর্তা ও আইনশৃঙ্খ...বিস্তারিত


নিয়ন্ত্রণ হারালো হানিফ পরিবহনের বাস, নিহত ১

নিয়ন্ত্রণ হারালো হানিফ পরিবহনের বাস, নিহত ১

স্টাফ রিপোর্টার : : হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুটি সিএনজি অটোরিকশা, মিনিবাস ও মোটরসাইকেলকে ধাক্কা দিয়...বিস্তারিত


প্রতিমা বিসর্জনে মানুষের ঢল

প্রতিমা বিসর্জনে মানুষের ঢল

স্টাফ রিপোর্টার : :  বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জন শুরু হয়েছে। ব...বিস্তারিত


চট্টগ্রামে ২২ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে ২২ জনের করোনা শনাক্ত

আমাদের ডেস্ক : : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। শনাক্তের হার ১৮ দশমিক ১...বিস্তারিত


ইসলামী ব্যাংক এখন আসকার দীঘির পাড়ে

ইসলামী ব্যাংক এখন আসকার দীঘির পাড়ে

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রাম নগরীর আসকার দীঘির পাড়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩৮৮তম শাখার উদ্বোধন করা হয়ে...বিস্তারিত


 বায়তুশ শরফ জাতিভিত্তিক একটি আধ্যাত্মিক ও সেবামূলক প্রতিষ্ঠান :শিক্ষা উপ-মন্ত্রী 

বায়তুশ শরফ জাতিভিত্তিক একটি আধ্যাত্মিক ও সেবামূলক প্রতিষ্ঠান :শিক্ষা উপ-মন্ত্রী 

খবর বিজ্ঞপ্তি : বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসার ৪০তম বার্ষিক সভা ও নির্বাচিত বেসরকারী মাদ্রা...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর