চট্টগ্রাম   শনিবার, ২৭ এপ্রিল ২০২৪  

শিরোনাম

সাংবাদিকদের অধিকার সংরক্ষণ স্টিয়ারিং কমিটি গঠিত  

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:০০ পিএম, ২০২২-০৭-০২

সাংবাদিকদের অধিকার সংরক্ষণ স্টিয়ারিং কমিটি গঠিত  

কল্পলোক মিডিয়া টাওয়ার ফ্ল্যাট বরাদ্দ প্রাপ্ত সাংবাদিকদের অধিকার সংরক্ষণে অগ্রণী ভূমিকা রাখার পাশাপাশি অন্যান্য সাংবাদিক সদস্যদের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখার লক্ষে ১০ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি অধিকার সংরক্ষণ স্টিয়ারিং কমিটি গঠন করা হয়। 


সাংবাদিক ফ্ল্যাট মালিকদের এক সভা শনিবার (২ জুলাই) (২০২২) বেলা ১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সুলতান আহমদ হলে অনুষ্ঠিত হয়। 

চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাবেক চেয়ারম্যান মইনুদ্দীন কাদেরী শওকতের সভাপতিত্বে ও সাবেক সম্পাদক এডভোকেট মো. আবিদ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক স্বপন দত্ত, মাখল লাল সরকার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি নাছির উদ্দিন তোতা, সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাবেক পরিচালক এডভোকেট যীশু রায় চৌধুরী, সাবেক কোষাধ্যক্ষ নুর উদ্দিন আহমদ, মোস্তাফিজুর রহমান, প্রদীপ নন্দী, বিশ্বজিৎ বড়ুয়া, মাহবুব উর রহমান, রণজিৎ কুমার দে, গোলাম সরওয়ার, দেবপ্রসাদ দাশ দেবু, আইয়ুব আলী, কামাল উদ্দিন খোকন, ই-পারভেজ ফারুকী, প্রভাত বড়–য়া, রোকসারুল ইসলাম প্রমুখ। 

সভার শুরুতে সোসাইটির সাবেক চেয়ারম্যান ও সম্পাদকের পক্ষে প্রারম্ভিক প্রতিবেদন পেশ করেন সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাবেক সম্পাদক এডভোকেট আবিদ হোসেন। 

প্রতিবেদনে বলা হয়, ২০০৯ খ্রিস্টাব্দের ১৯ শে মার্চ এর মধ্যে ফ্ল্যাটের জন্য টাকা জমা দেয়ার অনুরোধ জানিয়ে চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের তৎকালীন ব্যবস্থাপনা কমিটি ৩রা মার্চ, ২০০৯ খ্রি. তারিখে একটি চিঠি দেয় সদস্যদের কাছে। নির্ধারিত তারিখের মধ্যে ৬৭ জন সদস্য পে অর্ডার এর মাধ্যমে টাকা জমা দেন। এরপর এই ৬৭ জন সদস্যের কাছ থেকে দু’দফা অভভরফধারঃ নিয়ে তা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাছে জমা দিয়ে এপার্টমেন্ট করার জন্য ভূমি বরাদ্দের আবেদন চূড়ান্ত করেন। চ.উ.ক আবেদনের প্রেক্ষিতে প্রায় ২৫ কাঠা জমি উচিত মূল্য গ্রহণ করে চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটিকে রেজিষ্ট্রী দলিল মূলে বরাদ্দ দেয় ও হস্তান্তর করে। এরপর তৎকালীন ব্যবস্থাপনা কমিটি একটি ডেভলপার কোম্পানীর সাথে ফ্ল্যাট ব্লক নির্মাণের জন্য রেজিস্ট্রার্ড চুক্তি স্বাক্ষর করে। ২০১৩ সালের ডিসেম্বরে ডেভলপার কোম্পানী চউক থেকে চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির পক্ষে নকসা অনুমোদন করিয়ে নেয়। নকসা অনুমোদনের পর ডেভলপার কোম্পানী নির্মাণ কাজ শুরু করে।

 ২০১৪ সালের ১৭ মে অনুষ্ঠিত সাংবাদিক হাউজিং সোসাইটি নির্বাচনে নতুন কমিটি নির্বাচিত হলে ঐ কমিটি ডেভলপার কোম্পানীকে নির্মাণ কাজের গতি বাড়ানো এবং চুক্তি অনুসারে যথাসময়ে নির্মাণ কাজ সম্পন্ন করার তাগিদ দেয়। ২০১১-২০১৪ খ্রিস্টাব্দ মেয়াদের ব্যবস্থাপনা কমিটি ডেভলপারের সাথে ফ্ল্যাটের আয়তন নিয়ে একটি সমঝোতা করে। এই সমঝোতায় সাংবাদিকদের প্রাপ্য প্রতি ফ্ল্যাটের ন্যূনতম ১০৫০ বর্গফুট আয়তন নির্ধারিত হয়। 

পরবর্তীতে ২০১৪-২০১৭ খ্রি. মেয়াদে নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি দায়িত্বভার গ্রহণ করে পূর্বাপর সম্পূর্ণ ঘটনা প্রবাহ, পরিবেশ, পরিস্থিতি ও চুক্তি পর্যালোচনা করে দেখল যে, চউক থেকে নকসা অনুমোদনের পর সাংবাদিক ফ্ল্যাট মালিকরা এবং ডেভলপার উভয় পক্ষ ফ্ল্যাট ও পার্কিং এর জায়গা কোন পক্ষ কোন দিকে পাবে তা নির্ধারণে বাধ্য বাধ্যকতা রয়েছে মূল চুক্তিতে। সেই মতে মূল চুক্তি অনুসারে আইন অনুযায়ী তা নির্ধারণ করে একটি রেজিস্ট্রার্ড সম্পূরক চুক্তি স্বাক্ষরিত হয়। এই সম্পূরক চক্তিতে সাংবাদিকদের ফ্ল্যাটের আয়তন ১০৫০ থেকে ১১২০ বর্গফুটের মধ্যে বিভিন্ন সাইজে নির্ধারিত হয়। সম্পূরক চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল নির্ধারিত সময়ের মধ্যে ফ্ল্যাট হস্তান্তর করতে না পারলে ক্ষতিপূরণ/ভাড়া প্রদান। মূল চুক্তিতে ছিল প্রতিমাসে ভাড়া বাবদ মোট ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ডেভলপার কোম্পানী সাংবাদিক ফ্ল্যাট মালিকদের দেবে। এতে ফ্ল্যাট প্রতি ভাড়া হত ৩,৭৩১/- (তিন হাজার সাতশত একত্রিশ) টাকা। সম্পূরক চুক্তিতে মূলচুক্তির এই শর্ত সংশোধন করে সময়োপযোগী ভাড়া প্রদানের বিষয় সন্নিবেশিত হয়। সাংবাদিকরা যথাসময়ে ফ্ল্যাট বুঝে পায়নি। তাই সময়োপযোগী ভাড়া সাংবাদিকদের প্রাপ্য। ইতিপূর্বে আপনাদের অনুরোধে ২০১৯ খ্রিস্টাব্দর ২৭ শে জুলাই এই ধরণের বৈঠক করার উদ্যোগ আমরা নিয়েছিলাম বাধার কারণে তা আর করা সম্ভব হয়নি। পরবর্তীতে ৩১ শে অক্টোবর ২০২০ খ্রি. একটি মত বিনিময় সভা করি। ঐ সভার পর ডেভলপার কোম্পানী নির্ধারিত সময়ের মধ্যে ফ্ল্যাট হস্তান্তর করতে না পারায় চুক্তি অনুসারে ভাড়ার সামন্য অংশ/কিস্তি পরিশোধ করে। 

সংবিধানের অনুচ্ছেদঃ ৩৭-এ দেয়া অধিকার বলে সভা, সমাবেশ, বৈঠকে যোগদানের অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে। সেই অধিকার এখন আমরা ভোগ করছি। সংবিধানের অনুচ্ছেদঃ ৩৯-এ দেয়া অধিকার বলে, যুক্তি সঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে আমরা মত ব্যক্ত করতে পারব। এই অনুচ্ছেদে, বাধা-নিষেধ হলঃ মানহানি, আদালত অবমাননা, শালীনতা জনশৃঙ্খলা, অপরাধ সংঘটনে প্ররোচনা, রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশী রাষ্ট্রসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পন্ন হানিকর কোন কিছু বলা যাবে না। এই বাধা নিষেধগুলো মেনেই আজ আমরা মত ব্যক্ত করব। আমাদের সমস্যা সমাধানের জন্য আমাদেরকেই চেষ্টা করতে হবে সংঘবদ্ধভাবে, স্বতঃস্ফূর্ত ব্যক্তিত্ব দিয়ে। দেশের সংবিধানের অনুচ্ছেদঃ৩৮-এ দেয়া অধিকার বলে আমরা প্রয়োজনে সমিতি, সংগঠনও করতে পারব। প্রতিটি নাগরিকের আশ্রয় বা বাসস্থানের ব্যবস্থা করা অন্যতম মৌলিক দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। সংবিধানের অনুচ্ছেদঃ১৫ তে রাষ্ট্র বা রাষ্ট্র পরিচালকদের উপর এই দায়িত্ব ন্যস্ত। প্রয়োজন হলে আমাদের সমস্যা সমাধানের জন্য রাষ্ট্র অর্থাৎ রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষমতা ও দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান, দফতর বা অধিদফতরকে সম্পৃক্ত করতে পারি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সংবিধানের অনুচ্ছেদঃ ৪২ এ দেয়া অধিকার বলে কল্পলোক মিডিয়ার অর্জিত সম্পত্তি চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি তথা ৬৭ জন সাংবাদিক ফ্ল্যাট মালিকের। কোন নির্মাণকারী প্রতিষ্ঠানের নয়। সম্পত্তির মালিকদেরকেই এই সম্পদ রক্ষা ও ব্যবস্থাপনায় ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই পর্যন্ত আমাদের প্রতিটি কষ্ট ও যন্ত্রণার জন্য দায়ী ব্যক্তিদেতর চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে হবে। নিজেদের অধিকার আদায় এবং জুলুম-প্রতারণা থেকে রক্ষা পেতে বর্তমান সময়ে কঠোর পদক্ষেপ গ্রহণ ছাড়া আমাদের কাছে বিকল্প নেই। অবশ্যই এই পদক্ষেপগুলো হবে আইনসঙ্গত ও অহিংস। সংকট থেকে উত্তরণের জন্য সেরা ও জ্ঞানী মানুষদের নেতৃত্ব এখন আমাদের প্রয়োজন। মানবিকতা, জ্ঞানে, অভিজ্ঞতে আলোকিত মানুষদের সম্মান দিয়ে সাথে রাখতে হবে। 

সৎকর্মশীলদের সম্মান করাও আমাদের কর্তব্য। কিছু মানুষ আছে, যারা ৬৭ জন হতাশাগ্রস্ত ফ্ল্যাট মালিক (যদিও গত ১৪ বছরেও তারা ফ্ল্যাট বুঝে পাননি) ও আবাসন সুবিধা বঞ্চিত সাংবাদিকদের কাছে এলে বলে “আমরা আপনাদের দুঃখে দুঃখী, আপনাদেরই লোক” আবার যখন দুরাচারী নির্মাণ প্রতিষ্ঠান ও অবৈধভাবে তাদের সুবিধা ভোগকারীদের কাছে যায় তখন বলে “আসলে আমরা তোমাদের সাথে রয়েছি। ৬৭ জন ফ্ল্যাট মালিক ও আবাসন বঞ্চিত সাংবাদিকদের সাথে তামাশা করছি।” আমাদের জীবন, অস্তিত্ব ও মাথা গোঁজার ঠাঁই নিয়ে যারা এতদিন তামাশা করে এসেছে তাদের বিচার করাও সময়ের দাবী। এখন আমাদের সবেেচয় বেশী প্রয়োজন ঐক্যবদ্ধভাবে সংগঠিত হয়ে বাস্তব ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। কারা প্রলোভনে প্রলুব্ধ না হওয়া বা কারো চোখ রাঙানিকে ভয় না পাওয়া। সকল সত্যবাদীদের এক হতে হবে। সত্যবাদীদের কর্ম ও বিশ্বাস কোনদিন ব্যর্থ হয়না। সত্যবাদীদের সম্মান করলে আমরা ব্যর্থ হব না। মহান সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের সহায় থাকবেন। আমাদের সাংবাদিক ফ্ল্যাট মালিকদের বেশ কয়েকজন ইতিমধ্যে ইন্তেকাল করেছেন/মারা গেছেন। তাদের আত্মার মাগফেরাত কামনা করে বলতে চাই, আমি-আপনি কখন মারা যাই তা একমাত্র আল্লাহ পাকই জানেন। আমাদের মৃত্যুর পর সন্তান বা পরিবারের জন্য ফ্ল্যাট প্রাপ্তি কতটুকু নিশ্চিত করে যেতে পারছি তা আজ প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। নিজেদের জন্য নিজেরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করলে আল্লাহর রহমত ও কৃপা পাব। 

কমিটির কর্মকর্তারা হলেন চেয়ারম্যান মইনুদ্দীন কাদেরী শওকত, সম্পাদক মো. আবিদ হোসেন, সদস্যবৃন্দ স্বপন দত্ত, নাজিমুদ্দীন শ্যামল, নাসির উদ্দিন তোতা, যীশু রায় চৌধুরী, বিশ্বজিৎ বড়ুয়া, নুর উদ্দিন আহমদ, মোস্তাফিজুর রহমান, রোকসারুল ইসলাম।

নবগঠিত স্টিয়ারিং কমিটির পরবর্তী সভায় কল্পলোক মিডিয়া টাওয়ারের সমস্যা নিয়ে মানববন্ধন সহ সকল প্রকার অহিংস কর্মসূচী গ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়।

রিটেলেড নিউজ

সলিমপুরে নজরদারি বাড়াতে কার্যালয় খুলছে প্রশাসন

সলিমপুরে নজরদারি বাড়াতে কার্যালয় খুলছে প্রশাসন

স্টাফ রিপোর্টার : : নতুন করে কোনো বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে না। সলিমপুরে পাহাড় ব্যবস্থাপনার জন্য, কর্মকর্তা ও আইনশৃঙ্খ...বিস্তারিত


নিয়ন্ত্রণ হারালো হানিফ পরিবহনের বাস, নিহত ১

নিয়ন্ত্রণ হারালো হানিফ পরিবহনের বাস, নিহত ১

স্টাফ রিপোর্টার : : হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুটি সিএনজি অটোরিকশা, মিনিবাস ও মোটরসাইকেলকে ধাক্কা দিয়...বিস্তারিত


প্রতিমা বিসর্জনে মানুষের ঢল

প্রতিমা বিসর্জনে মানুষের ঢল

স্টাফ রিপোর্টার : :  বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জন শুরু হয়েছে। ব...বিস্তারিত


চট্টগ্রামে ২২ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে ২২ জনের করোনা শনাক্ত

আমাদের ডেস্ক : : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। শনাক্তের হার ১৮ দশমিক ১...বিস্তারিত


ইসলামী ব্যাংক এখন আসকার দীঘির পাড়ে

ইসলামী ব্যাংক এখন আসকার দীঘির পাড়ে

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রাম নগরীর আসকার দীঘির পাড়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩৮৮তম শাখার উদ্বোধন করা হয়ে...বিস্তারিত


 বায়তুশ শরফ জাতিভিত্তিক একটি আধ্যাত্মিক ও সেবামূলক প্রতিষ্ঠান :শিক্ষা উপ-মন্ত্রী 

বায়তুশ শরফ জাতিভিত্তিক একটি আধ্যাত্মিক ও সেবামূলক প্রতিষ্ঠান :শিক্ষা উপ-মন্ত্রী 

খবর বিজ্ঞপ্তি : বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসার ৪০তম বার্ষিক সভা ও নির্বাচিত বেসরকারী মাদ্রা...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর